ঢাকা , সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘ভালো থাকিস বাবা,গলার যত্ন নিস’ নোবেলের প্রতি এক মায়ের শুভ কামনা

বাঙালী কণ্ঠ নিউজঃ এই সময়ে নোবেল একজন ক্রেজের নাম, একটি ক্রেজের নাম। দুই বাংলায় নোবেল এখন জনপ্রিয়তায় তুঙ্গে। কিন্তু নোবেল যে কারণে আলোচনায় তা হলো সারেগামাপা। হ্যাঁ, কলকাতার জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের কারণে নোবেল তুমুল জনপ্রিয় হয়েছে দেশ ও দেশের মানুষের নিকট।

শনিবার নোবেল গেয়েছেন অঞ্জন দত্তের বিখ্যাত গান ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা।’ সারাবিশ্বের বাঙালির নিকট পরিচিত এই গান গেয়ে নোবেলও জয় করেছেন ভক্তদের মন।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর মা জিন্নাতুন। কয়েকদিন আগে নিজের সন্তানের গ্রাজুয়েশন পরবর্তী সমাবর্তনে গিয়েছিলেন। সেখানে নোবেলের গান শুনে মুগ্ধ হন। সেই মুগ্ধতা আছড়ে পড়লো নোবেলের প্রতি। এই গাতকাল অঞ্জনের সেই গান নোবেলের কণ্ঠে শুনে বলেন, ‘আসলেই অসাধারণ, কয়েকদিন আগে ছেলের কনভোকেশনে সামনে থেকে ওর গান শুনেছি, ভালো থাকিস বাবা,গলার যত্ন নিস, অনেক ভালোবাসা, শুভকামনা।’

লতা মজুমদার বলেন, ‘ঈশ্বরের নিকট একান্ত প্রার্থনা উনি যেন নোবেলকে ওর প্রাপ্য আসনটা দান করেন। নোবেলকেই প্রথম হবার ঘোষণার অপেক্ষাতে রইলাম।’

শাহরিয়ার নামের একজন লিখেছেন, ‘আল্লাহ্ তালা নোবেলকে অনেক সুন্দর কণ্ঠ দিয়েছে তার গান সুনে আমি মুগ্ধ হয়ে। কিন্তুু সারেগামাপা তাকে নিয়ে অনেক পায়তারা করছে, কেনো উপরে আল্লাহ্ আছে মাটিতে নোবেল।’

Tag :
আপলোডকারীর তথ্য

‘ভালো থাকিস বাবা,গলার যত্ন নিস’ নোবেলের প্রতি এক মায়ের শুভ কামনা

আপডেট টাইম : ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ এই সময়ে নোবেল একজন ক্রেজের নাম, একটি ক্রেজের নাম। দুই বাংলায় নোবেল এখন জনপ্রিয়তায় তুঙ্গে। কিন্তু নোবেল যে কারণে আলোচনায় তা হলো সারেগামাপা। হ্যাঁ, কলকাতার জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের কারণে নোবেল তুমুল জনপ্রিয় হয়েছে দেশ ও দেশের মানুষের নিকট।

শনিবার নোবেল গেয়েছেন অঞ্জন দত্তের বিখ্যাত গান ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা।’ সারাবিশ্বের বাঙালির নিকট পরিচিত এই গান গেয়ে নোবেলও জয় করেছেন ভক্তদের মন।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর মা জিন্নাতুন। কয়েকদিন আগে নিজের সন্তানের গ্রাজুয়েশন পরবর্তী সমাবর্তনে গিয়েছিলেন। সেখানে নোবেলের গান শুনে মুগ্ধ হন। সেই মুগ্ধতা আছড়ে পড়লো নোবেলের প্রতি। এই গাতকাল অঞ্জনের সেই গান নোবেলের কণ্ঠে শুনে বলেন, ‘আসলেই অসাধারণ, কয়েকদিন আগে ছেলের কনভোকেশনে সামনে থেকে ওর গান শুনেছি, ভালো থাকিস বাবা,গলার যত্ন নিস, অনেক ভালোবাসা, শুভকামনা।’

লতা মজুমদার বলেন, ‘ঈশ্বরের নিকট একান্ত প্রার্থনা উনি যেন নোবেলকে ওর প্রাপ্য আসনটা দান করেন। নোবেলকেই প্রথম হবার ঘোষণার অপেক্ষাতে রইলাম।’

শাহরিয়ার নামের একজন লিখেছেন, ‘আল্লাহ্ তালা নোবেলকে অনেক সুন্দর কণ্ঠ দিয়েছে তার গান সুনে আমি মুগ্ধ হয়ে। কিন্তুু সারেগামাপা তাকে নিয়ে অনেক পায়তারা করছে, কেনো উপরে আল্লাহ্ আছে মাটিতে নোবেল।’