দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের ১২ উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলির সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বদলির সুপারিশ করা কর্মকর্তাদের মধ্যে দুজন কমিশনার, দুজন দুই ডিআইজি ও দশজন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।
আজ সোমবার ইসি সচিবালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুজন পুলিশ কমিশনার ও দুজন ডিআইজি পদে বদলির প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়ন এবং দশজন পুলিশ সুপার/উপপুলিশ কমিশনার পদে বদলির প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে অনাপত্তি জানাচ্ছে ইসি।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনে রদবদলের প্রস্তাব দেয় ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে এ প্রস্তাব দেয় ইসি। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয় দুটি তাদের কর্মকর্তা বদলি ও পদায়নের জন্য ইসি সুপারিশ পাঠাচ্ছে। ইসির সম্মতি পেলেই তাদের বদলি/পদায়ন করা হচ্ছে।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলিতে সম্মতি দিয়েছে ইসি। ইসির সম্মতিতে অনেক ইউএনও ও ওসিকে বদলি/পদায়ন করা হয়েছে।