বাঙালী কণ্ঠ নিউজঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ.ম রেজাউল করিমকে মনোনীত করা হয়েছে।
বর্তমান আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর স্থলাভিষিক্ত হলেন তিনি। অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সভাপতিমণ্ডলীতে নেওয়া হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। আগামীকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে ওই সূত্র জানিয়েছে।
দল ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।