বাঙালী কণ্ঠ নিউজঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, গ্রামীণ দুস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থানে ২৫০ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে ‘ইনকাম জেনারেটিং একটিভিটিস (আইজিএ) ট্রেনিং অব ওমেন অ্যাট উপজেলা লেভেল’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, দেশের ৪২৬টি উপজেলায়, আটটি বিভাগীয় শহর ও ৬৪টি জেলা শহরে গত জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্প বাস্তবায়ন শেষ হবে।
তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহ’র এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের মাধ্যমে দরিদ্র মহিলাদের স্থানীয় চাহিদার ভিত্তিতে দুটি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্প মোট দুই লাখ ১৭ হাজার ৪৪০জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। সংসদ সদস্যের নির্বাচনী এলাকায়ও প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হবে।
প্রতিমন্ত্রী বলেন, এছাড়া মহিলাদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বর্তমান সরকারের নেয়া পরিকল্পনা অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে রাজস্ব ও উন্নয়ন খাতের আওতায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি যথারীতি পরিচালনা করছে।