ঢাকা , রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অবসরের বয়স ৬১ বছর করুন

বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশ। দেশের লোকসংখ্যা ১৬ কোটি প্রায়। শিক্ষার হার ৭০ শতাংশ। তন্মধ্যে কেউ সরকারি কর্মকর্তা-কর্মচারী, কেউ শিক্ষকতায়, কেউ বিসিএস। একই দেশে ভিন্ন ভিন্ন পেশায় ভিন্ন ভিন্ন বয়সে চাকরিতে অবসর নেয়া দৃষ্টিকটু। বিসিএস পাস করে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও বিচারপতিরা দেশের ১৬ কোটি মানুষের সেবা দিয়ে আসছেন। কিন্তু চাকরিতে অবসরের বয়স কারও ৫৯ বছর, কারো ৬৫ বছর এবং কারো ৬৭ বছর। অবসরের বয়স ভিন্ন থাকাতে এক সময় সরকারকে বেকায়দায় পড়তে হতে পারে। দেশের মানুষের গড় আয়ু ৭০ বছর হওয়াতে চাকরিতে অবসরের বয়সও বাড়ানো উচিত। সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৫৯ থেকে মাত্র দুই বছর বাড়িয়ে ৬১ বছর করা অত্যাবশ্যক। এটা ২০১৭ সালের ১ জুন থেকে কার্যকর করা দরকার। যদি সরকারি চাকরিতে অবসরের বয়স বাড়ানো না হয়, তাহলে আগামী জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কয়েক লাখ সরকারি কর্মচারী অবসরে যাবেন। তখন দেশে মেধার শূন্যতা সৃষ্টি হবে এবং নতুন প্রজন্ম দিয়ে সেই শূন্যতা পূরণ করা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৬১ বছর করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অবসরের বয়স ৬১ বছর করুন

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭

বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশ। দেশের লোকসংখ্যা ১৬ কোটি প্রায়। শিক্ষার হার ৭০ শতাংশ। তন্মধ্যে কেউ সরকারি কর্মকর্তা-কর্মচারী, কেউ শিক্ষকতায়, কেউ বিসিএস। একই দেশে ভিন্ন ভিন্ন পেশায় ভিন্ন ভিন্ন বয়সে চাকরিতে অবসর নেয়া দৃষ্টিকটু। বিসিএস পাস করে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও বিচারপতিরা দেশের ১৬ কোটি মানুষের সেবা দিয়ে আসছেন। কিন্তু চাকরিতে অবসরের বয়স কারও ৫৯ বছর, কারো ৬৫ বছর এবং কারো ৬৭ বছর। অবসরের বয়স ভিন্ন থাকাতে এক সময় সরকারকে বেকায়দায় পড়তে হতে পারে। দেশের মানুষের গড় আয়ু ৭০ বছর হওয়াতে চাকরিতে অবসরের বয়সও বাড়ানো উচিত। সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৫৯ থেকে মাত্র দুই বছর বাড়িয়ে ৬১ বছর করা অত্যাবশ্যক। এটা ২০১৭ সালের ১ জুন থেকে কার্যকর করা দরকার। যদি সরকারি চাকরিতে অবসরের বয়স বাড়ানো না হয়, তাহলে আগামী জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কয়েক লাখ সরকারি কর্মচারী অবসরে যাবেন। তখন দেশে মেধার শূন্যতা সৃষ্টি হবে এবং নতুন প্রজন্ম দিয়ে সেই শূন্যতা পূরণ করা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৬১ বছর করুন।