ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আইয়ুব বাচ্চুরা অচিরেই গ্রেপ্তার হবে : আইজিপি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চুসহ সকল পলাতক জঙ্গিদের অচিরেই গ্রেপ্তারের আশাবাদ ব্যক্ত করে পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক বলেন, পুলিশের গোয়েন্দাসহ অন্যান্য সকল গোয়েন্দা তাদের গ্রেপ্তারে কাজ করছে।

রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী পুর্নমিলনীতে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, ডিআইজি মো. মহসিন হোসেনসহ উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জঙ্গিদের অর্থদাতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেলে জাতিকে জানানো হবে বলেন আইজিপি। নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুসহ হলি আর্টিজান হামলায় জড়িত কয়েকজন এখনও বাহিরে আছে।

এই মুহুর্তে জঙ্গিদের আবার কী সেই ধরনের হামলার আশঙ্কা
করছেন কিনা জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, “আমি মনে করি না তাদের (জঙ্গি) সেই শক্তি আছে। আইয়ুব বাচ্চু বলেন আর যাহাই বলেন সবগুলোই আমাদের জালে পড়বে। আমরা (পুলিশ) সবগুলোকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমাদের পুলিশ গোয়েন্দাসহ সব গোয়েন্দা তাদের গ্রেপ্তারে কাজ করছে।”

তিনি বলেন,  “আমরা আশা করি তারা অবশ্যই যত বড় জঙ্গি নেতাই হোক না কেন? তারা দুষ্কৃতিকারী, তারা মানবতা বিরোধী, তারা দেশ বিরোধী। তাদেরকে (জঙ্গি) গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং অচিরেই হয়তো তারা গ্রেপ্তার হবে।”

শহীদুল হক বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সরকারে নীতি হলে ‘জিরো টলারেন্স’ এবং জনগণকে সরকার আহ্বান জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন এবং আমরাও (পুলিশ) আহ্বান জানিয়েছি। আমাদের সাথে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ মাওলানা আলেম এরা সবাই এগিয়ে এসেছেন জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, আমাদের যথেষ্ট অর্জন আছে কিন্তু আমরা এখনও নির্মূল করতে পারিনি এটা সত্য কিন্তু জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। যত সিনিয়র জঙ্গি ছিল সকলেই পরাস্ত হয়েছে জানিয়ে আইজিপি বলেন, অনেকে নিহত হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে জেল হাজতে আছে। নির্মূল করতে হলে গোটা জাতিকে এই জঙ্গিদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।

জঙ্গিরা জনগণ বসবাসকারী সমাজের মধ্যে রয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, জনগণ যখন চোখ কান খোলা রাখবে, সচেতন হবে এবং এদের (জঙ্গি) বিরুদ্ধে সোচ্চার হবে। তখনই এদের নির্মূল করা সম্ভব।

তবে আমি আশাবাদি যেহেতু এই পর্যন্ত আমরা সকল মহলের সহযোগিতা পেয়েছি, সমর্থন পেয়েছি এই বাংলাদেশে এই বঙ্গবন্ধুর দেশে কোন জঙ্গিবাদ থাকবে না। জঙ্গিবাদ অবশ্যই নির্মূল হবে। আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আইয়ুব বাচ্চুরা অচিরেই গ্রেপ্তার হবে : আইজিপি

আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চুসহ সকল পলাতক জঙ্গিদের অচিরেই গ্রেপ্তারের আশাবাদ ব্যক্ত করে পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক বলেন, পুলিশের গোয়েন্দাসহ অন্যান্য সকল গোয়েন্দা তাদের গ্রেপ্তারে কাজ করছে।

রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী পুর্নমিলনীতে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, ডিআইজি মো. মহসিন হোসেনসহ উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জঙ্গিদের অর্থদাতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেলে জাতিকে জানানো হবে বলেন আইজিপি। নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুসহ হলি আর্টিজান হামলায় জড়িত কয়েকজন এখনও বাহিরে আছে।

এই মুহুর্তে জঙ্গিদের আবার কী সেই ধরনের হামলার আশঙ্কা
করছেন কিনা জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, “আমি মনে করি না তাদের (জঙ্গি) সেই শক্তি আছে। আইয়ুব বাচ্চু বলেন আর যাহাই বলেন সবগুলোই আমাদের জালে পড়বে। আমরা (পুলিশ) সবগুলোকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমাদের পুলিশ গোয়েন্দাসহ সব গোয়েন্দা তাদের গ্রেপ্তারে কাজ করছে।”

তিনি বলেন,  “আমরা আশা করি তারা অবশ্যই যত বড় জঙ্গি নেতাই হোক না কেন? তারা দুষ্কৃতিকারী, তারা মানবতা বিরোধী, তারা দেশ বিরোধী। তাদেরকে (জঙ্গি) গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং অচিরেই হয়তো তারা গ্রেপ্তার হবে।”

শহীদুল হক বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সরকারে নীতি হলে ‘জিরো টলারেন্স’ এবং জনগণকে সরকার আহ্বান জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন এবং আমরাও (পুলিশ) আহ্বান জানিয়েছি। আমাদের সাথে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ মাওলানা আলেম এরা সবাই এগিয়ে এসেছেন জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, আমাদের যথেষ্ট অর্জন আছে কিন্তু আমরা এখনও নির্মূল করতে পারিনি এটা সত্য কিন্তু জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। যত সিনিয়র জঙ্গি ছিল সকলেই পরাস্ত হয়েছে জানিয়ে আইজিপি বলেন, অনেকে নিহত হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে জেল হাজতে আছে। নির্মূল করতে হলে গোটা জাতিকে এই জঙ্গিদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।

জঙ্গিরা জনগণ বসবাসকারী সমাজের মধ্যে রয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, জনগণ যখন চোখ কান খোলা রাখবে, সচেতন হবে এবং এদের (জঙ্গি) বিরুদ্ধে সোচ্চার হবে। তখনই এদের নির্মূল করা সম্ভব।

তবে আমি আশাবাদি যেহেতু এই পর্যন্ত আমরা সকল মহলের সহযোগিতা পেয়েছি, সমর্থন পেয়েছি এই বাংলাদেশে এই বঙ্গবন্ধুর দেশে কোন জঙ্গিবাদ থাকবে না। জঙ্গিবাদ অবশ্যই নির্মূল হবে। আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি।