ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি না করায় শিক্ষাসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।

আইনজীবী হুমায়ন কবির জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান তেওড়া টি ইউ এম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী সরকার হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন করার নির্দেশনা চাওয়া হয়।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৫ সালের ১০ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি করতে নির্দেশ দেন। ৩০ দিনের মধ্যে এ পরিপত্র জারি করতে বলা হয়।

তবে নির্ধারিত সময়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করার বিষয় জানিয়ে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে শিক্ষাসচিব বরাবর আবেদন করা হয় এবং ১৮ এপ্রিল শিক্ষাসচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। এরপরও শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি না করায় রিটকারী শিক্ষাসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। সেই মামলার শুনানি নিয়ে হাইকোর্ট আজ শিক্ষাসচিবের বিরুদ্ধে রুল জারি করেন। উল্লেখ্য, বেসরকারি শিক্ষকদের চাকরিবিধিতে সাময়িক বরখাস্তের কোনো সময়সীমা নির্ধারণ করা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি না করায় শিক্ষাসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।

আইনজীবী হুমায়ন কবির জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান তেওড়া টি ইউ এম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী সরকার হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন করার নির্দেশনা চাওয়া হয়।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৫ সালের ১০ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি করতে নির্দেশ দেন। ৩০ দিনের মধ্যে এ পরিপত্র জারি করতে বলা হয়।

তবে নির্ধারিত সময়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করার বিষয় জানিয়ে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে শিক্ষাসচিব বরাবর আবেদন করা হয় এবং ১৮ এপ্রিল শিক্ষাসচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। এরপরও শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি না করায় রিটকারী শিক্ষাসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। সেই মামলার শুনানি নিয়ে হাইকোর্ট আজ শিক্ষাসচিবের বিরুদ্ধে রুল জারি করেন। উল্লেখ্য, বেসরকারি শিক্ষকদের চাকরিবিধিতে সাময়িক বরখাস্তের কোনো সময়সীমা নির্ধারণ করা নেই।