ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফরহাদ মজহারের টাকা পাঠানোর ফুটেজ প্রকাশ (ভিডিও)

বাঙালী কণ্ঠ নিউজঃ  কবি ও প্রাবন্ধিক  ফরহাদ মজহারের কথিত অপহরণের দিন সন্ধ্যায় খুলনা নিউ মার্কেটের একটি দোকানের সিসিটিভি ভিডিও প্রকাশ করেছে পুলিশ।এতে ফরহাদ মজহারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে দেখা যায়।

এরআগে ফরহাদ মজহারের মোবাইল কললিস্ট পরীক্ষা করে অর্চনা নামের এক নারীর সঙ্গে কয়েক দফায় কথা বলার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন গোয়েন্দারা। আদালতে দেওয়া জবাবন্দিতে ওই নারী জানিয়েছেন, ০৩ জুলাই সন্ধ্যার দিকে তাকে ১৫ হাজার টাকা পাঠিয়েছিলেন ফরহাদ মজহার।

অর্চনা নামের ওই নারীকে ফরহাদ মজার ওই দোকান থেকেই টাকা পাঠিয়েছিলেন কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ০৩ জুলাই ভোরে শ্যামলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। পরে সকালে স্ত্রীকে ফোন করে অপহরণের শিকার হয়েছেন জানালে সারা দেশে তোলপাড় শুরু হয়। ১৮ ঘণ্টা পর তাকে যশোরের নওয়াপাড়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়।

পরদিন আদালতে তোলা হলে জবানবন্দিতে তিনি জানিয়েছিলেন বাসা থেকে বের হওয়ার পর একটি মাইক্রোবাসে তোকে তুলে নেয় অপহরণকারীরা। পরে সন্ধ্যা সাতটার দিকে তাকে নিউমার্কেট এলাকায় ছেড়ে দিলে একটি হোটেলে রাতের খাবার খেয়ে বাসে উঠে ঢাকা রওনা দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফরহাদ মজহারের টাকা পাঠানোর ফুটেজ প্রকাশ (ভিডিও)

আপডেট টাইম : ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  কবি ও প্রাবন্ধিক  ফরহাদ মজহারের কথিত অপহরণের দিন সন্ধ্যায় খুলনা নিউ মার্কেটের একটি দোকানের সিসিটিভি ভিডিও প্রকাশ করেছে পুলিশ।এতে ফরহাদ মজহারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে দেখা যায়।

এরআগে ফরহাদ মজহারের মোবাইল কললিস্ট পরীক্ষা করে অর্চনা নামের এক নারীর সঙ্গে কয়েক দফায় কথা বলার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন গোয়েন্দারা। আদালতে দেওয়া জবাবন্দিতে ওই নারী জানিয়েছেন, ০৩ জুলাই সন্ধ্যার দিকে তাকে ১৫ হাজার টাকা পাঠিয়েছিলেন ফরহাদ মজহার।

অর্চনা নামের ওই নারীকে ফরহাদ মজার ওই দোকান থেকেই টাকা পাঠিয়েছিলেন কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ০৩ জুলাই ভোরে শ্যামলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। পরে সকালে স্ত্রীকে ফোন করে অপহরণের শিকার হয়েছেন জানালে সারা দেশে তোলপাড় শুরু হয়। ১৮ ঘণ্টা পর তাকে যশোরের নওয়াপাড়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়।

পরদিন আদালতে তোলা হলে জবানবন্দিতে তিনি জানিয়েছিলেন বাসা থেকে বের হওয়ার পর একটি মাইক্রোবাসে তোকে তুলে নেয় অপহরণকারীরা। পরে সন্ধ্যা সাতটার দিকে তাকে নিউমার্কেট এলাকায় ছেড়ে দিলে একটি হোটেলে রাতের খাবার খেয়ে বাসে উঠে ঢাকা রওনা দেন তিনি।