মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল সরকার। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সোমবার (১৯ জুন) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা হবে।
ছুটি একদিন বাড়ায় ঈদের ছুটি শুরু হবে ২৭ জুন থেকে। ১ জুলাই শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, মানুষ যেন ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন।
তিনি আরও বলেন, ঈদের আগে একদিন সাধারণ ছুটি থাকে। এসময় সবাই একসঙ্গে ঢাকা ছাড়েন। গত ঈদুল ফিতরে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, এতে দেখেছি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।