ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুইদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বাড়ছেই। মাঘের শুরু থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়ানো থাকছে এই জনপদ।

আজ মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

আজ মঙ্গলবার ঘন কুয়াশায় ঢাকা রয়েছে সমগ্র অঞ্চল। দুইদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। দিনের বেলাতেও সূর্যের আলোর দেখা মিলছে না। রাতে বৃষ্টির মত কুয়াশা ঝরছে। বয়ে যাচ্ছে হিমশীতল বাতাস। এতে শীতে কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। শ্রমিকরা কাজে যেতে পারচ্ছেন না। শীতের তীব্রতা বেশী থাকায় কৃষকরা এখনো বোরো চাষে নামতে পারেননি। এদিকে বোরো চাষের মোক্ষম সময় চলছে।

জেলার বোদা উপজেলার বালাভীড় গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, বোরো মৌসুমের মৌসুম শুরু হয়েছে। কিন্তু ঠান্ডার কারণে শ্রমিক না পাওয়ায় বোরো চারা রোপন শুরু করতে পারিনি। বোসপাড়া গ্রামের আলু চাষী মাহাবুল জানান, এবারের কুয়াশা বেশি হওয়ায় আলু ক্ষেতে একাধিকবার কুয়াশা নাশক স্প্রে করতে হচ্ছে। এতে আলু চাষে খরচ বেড়ে গেছে।

শীতের তীব্রতা বেশি থাকায় লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সন্ধ্যার আগেই রাস্তাঘাট ও হাট-বাজার জনশূন্য হয়ে পড়ছে। হিমেল হাওয়া আর ঠাণ্ডায় মানুষের দৈনন্দিন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। শীতবস্ত্রের স্বল্পতা রয়েছে। শীতার্ত অনেকে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। গ্রামীণ জনপদের অনেকে সকাল ও সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

এদিকে শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু ও বৃদ্ধরা এই শীতে বেশি কষ্ট পাচ্ছে।

এর আগে গতকাল সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পুরো জানুয়ারী মাস জুরে পঞ্চগড়ে ৭ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। একাধিক মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। মাঝে মাঝে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কুয়াশা, তেজহীন সূর্য আর হীমশীতল বাসাতের কারণে শীতের তীব্রতা অব্যাহত ছিল।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি আকাশে মেঘ জমে থাকার কারণে এই জনপদে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। জানুয়ারির বাকি সময়েও আরও কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পঞ্চগড়ে দুইদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে

উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বাড়ছেই। মাঘের শুরু থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়ানো থাকছে এই জনপদ।

আজ মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

আজ মঙ্গলবার ঘন কুয়াশায় ঢাকা রয়েছে সমগ্র অঞ্চল। দুইদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। দিনের বেলাতেও সূর্যের আলোর দেখা মিলছে না। রাতে বৃষ্টির মত কুয়াশা ঝরছে। বয়ে যাচ্ছে হিমশীতল বাতাস। এতে শীতে কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। শ্রমিকরা কাজে যেতে পারচ্ছেন না। শীতের তীব্রতা বেশী থাকায় কৃষকরা এখনো বোরো চাষে নামতে পারেননি। এদিকে বোরো চাষের মোক্ষম সময় চলছে।

জেলার বোদা উপজেলার বালাভীড় গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, বোরো মৌসুমের মৌসুম শুরু হয়েছে। কিন্তু ঠান্ডার কারণে শ্রমিক না পাওয়ায় বোরো চারা রোপন শুরু করতে পারিনি। বোসপাড়া গ্রামের আলু চাষী মাহাবুল জানান, এবারের কুয়াশা বেশি হওয়ায় আলু ক্ষেতে একাধিকবার কুয়াশা নাশক স্প্রে করতে হচ্ছে। এতে আলু চাষে খরচ বেড়ে গেছে।

শীতের তীব্রতা বেশি থাকায় লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সন্ধ্যার আগেই রাস্তাঘাট ও হাট-বাজার জনশূন্য হয়ে পড়ছে। হিমেল হাওয়া আর ঠাণ্ডায় মানুষের দৈনন্দিন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। শীতবস্ত্রের স্বল্পতা রয়েছে। শীতার্ত অনেকে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। গ্রামীণ জনপদের অনেকে সকাল ও সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

এদিকে শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু ও বৃদ্ধরা এই শীতে বেশি কষ্ট পাচ্ছে।

এর আগে গতকাল সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পুরো জানুয়ারী মাস জুরে পঞ্চগড়ে ৭ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। একাধিক মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। মাঝে মাঝে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কুয়াশা, তেজহীন সূর্য আর হীমশীতল বাসাতের কারণে শীতের তীব্রতা অব্যাহত ছিল।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি আকাশে মেঘ জমে থাকার কারণে এই জনপদে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। জানুয়ারির বাকি সময়েও আরও কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।