ঢাকা , রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.২ ডিগ্রি

দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া শীতের অনুভূতি বাড়িয়েছে কয়েক গুণ। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা। এ ছাড়া হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।
এদিকে আজ শনিবার দেশের দুই জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এর মধ্যে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমে আসে। ঠিক একই সময় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শৈত্যপ্রবাহ বলে। সেই অনুযায়ী দিনাজপুর ও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হারে থাকায় দিনের বেলা সূর্যের দেখা মিলছে না বা সূর্যের আলোর কাঙ্ক্ষিত তাপ পাওয়া যাচ্ছে না। তবে আজ থেকে জলীয় বাষ্পের আধিক্য কিছুটা কমতে পারে এবং দিনের অবস্থার ক্রমান্বয়ে ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো কিছুটা হ্রাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিএনপির সঙ্গে সরকার-ছাত্রদের দূরত্ব যেসব ইস্যুতে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.২ ডিগ্রি

আপডেট টাইম : ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া শীতের অনুভূতি বাড়িয়েছে কয়েক গুণ। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা। এ ছাড়া হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।
এদিকে আজ শনিবার দেশের দুই জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এর মধ্যে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমে আসে। ঠিক একই সময় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শৈত্যপ্রবাহ বলে। সেই অনুযায়ী দিনাজপুর ও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হারে থাকায় দিনের বেলা সূর্যের দেখা মিলছে না বা সূর্যের আলোর কাঙ্ক্ষিত তাপ পাওয়া যাচ্ছে না। তবে আজ থেকে জলীয় বাষ্পের আধিক্য কিছুটা কমতে পারে এবং দিনের অবস্থার ক্রমান্বয়ে ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো কিছুটা হ্রাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।