যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত, অর্থাৎ পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলেও এখনো বন্ধ রয়েছে উত্তরা-পল্লবী পথে মেট্রোরেল চলাচল।
দুপুর আড়াইটার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে আমি খবর পেয়েছি। পাওয়ার সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই, সেটা ঠিক আছে। এর বাইরে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। সেটা আমাদের টেকনিক্যাল টিম বলতে পারবে।’
তিনি বলেন, ‘উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে। পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলছে।’