ঢাকা , বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রোববার উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চলে সব ট্রেনযাত্রা বাতিল

বাঙালী কণ্ঠ নিউজঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলী ব্রিজ এলাকায় বন্যায় রেললাইনের মাটি সরে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে রোববার ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণ- পশ্চিমাঞ্চলের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।

ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়ে তিনি বলেন, রেললাইনের স্লিপারের নিচে ৩০ সেন্টিমিটার এলাকার মাটি ধসে যাওয়ায় দুর্ঘটনার আশংকায় সকাল ৬টা থেকে রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। “ট্রেন চলাচলের কোনো ব্যবস্থা না করা পর্যন্ত ওই পথে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়বে না।”

তিনি বলেন, হঠাৎ রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় ৩০ সেন্টিমিটার এলাকার স্লিপার পৌলী নদীতে পড়ে যায়। এতে দুর্ঘটনার আশংকায় ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণ- পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পৌলী রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রোববার উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চলে সব ট্রেনযাত্রা বাতিল

আপডেট টাইম : ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলী ব্রিজ এলাকায় বন্যায় রেললাইনের মাটি সরে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে রোববার ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণ- পশ্চিমাঞ্চলের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।

ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়ে তিনি বলেন, রেললাইনের স্লিপারের নিচে ৩০ সেন্টিমিটার এলাকার মাটি ধসে যাওয়ায় দুর্ঘটনার আশংকায় সকাল ৬টা থেকে রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। “ট্রেন চলাচলের কোনো ব্যবস্থা না করা পর্যন্ত ওই পথে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়বে না।”

তিনি বলেন, হঠাৎ রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় ৩০ সেন্টিমিটার এলাকার স্লিপার পৌলী নদীতে পড়ে যায়। এতে দুর্ঘটনার আশংকায় ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণ- পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পৌলী রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।