ঢাকা , বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন করতে সুজনের ২০ সুপারিশ

বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ২০টি সুপারিশ তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব সুপারিশ তুলে ধরা হয়

গোলটেবিল বৈঠকে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, নির্বাচন কমিশনের আচরণে বোঝা যাচ্ছে, তারা অনেক অসহায় অবস্থায় আছে। তাই তারা নানাজনকে ডেকে শক্তি সঞ্চার করার চেষ্টা করছে। এসব না করে সরকারের সঙ্গে বারবার বসে নির্বাচন কমিশনের ভূমিকা কী থাকবে তা পরিষ্কার করতে হবে।

প্রাক্তন নির্বাচন কমিশন এম সাখাওয়াত হোসেন বলেন, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে নির্বাচন কমিশনের আকার বড় হলেও বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো বলেন, এ পর্যন্ত নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে তাতে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের নমুনা দেখা যাচ্ছে না।

একটি ভালো নির্বাচন আয়োজনে তিনি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, গ্রহণযোগ্য মনোনয়ন পদ্ধতি, প্রশাসনে দলীয়করণ বন্ধ, নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা ও বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে না পারলে আগামীতে বাংলাদেশে উত্তর কোরিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমরা যাই বলি, কমিশন তাকে নেতিবাচক হিসেবে দেখেন। অথচ এসব পরামর্শ আমলে নিয়ে একটি সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। দিনশেষে তার সুফল তারাই পাবেন।

গোলটেবিল বৈঠকে আলোচকরা নির্বাচন কমিশনের করণীয়, আইন কাঠামো, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, মনোনয়নের লক্ষ্যে তৃণমূল থেকে প্যানেল তৈরির বিধানের প্রয়োগ, হলফনামা যাচাই-বাছাই ও ছকে পরিবর্তন, নির্বাচনী সহিংসতা রোধ, নির্বাচনে সেনা মোতায়েন, দলের কমিটিতে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, নির্বাচনী ব্যয়সীমা কমিয়ে আনা, নির্বাচনী বিরোধ দূরীকরণ, কমিশনে নিয়োগ আইন তৈরি, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও বৈদেশিক শাখা তৈরি, গণমাধ্যমের ভূমিকা, কমিশনের বিশ্বাসযোগ্যতা সৃষ্টি, সরকারের করণীয়, রাজনৈতিক দলের করণীয়, নাগরিক সমাজের করণীয় ও ভোটারদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুজনের সভাপতি- এম হাফিজ উদ্দিন খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এবাদুল হক, রাজনীতিবিদ আবুল হাসান চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সুষ্ঠু নির্বাচন করতে সুজনের ২০ সুপারিশ

আপডেট টাইম : ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ২০টি সুপারিশ তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব সুপারিশ তুলে ধরা হয়

গোলটেবিল বৈঠকে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, নির্বাচন কমিশনের আচরণে বোঝা যাচ্ছে, তারা অনেক অসহায় অবস্থায় আছে। তাই তারা নানাজনকে ডেকে শক্তি সঞ্চার করার চেষ্টা করছে। এসব না করে সরকারের সঙ্গে বারবার বসে নির্বাচন কমিশনের ভূমিকা কী থাকবে তা পরিষ্কার করতে হবে।

প্রাক্তন নির্বাচন কমিশন এম সাখাওয়াত হোসেন বলেন, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে নির্বাচন কমিশনের আকার বড় হলেও বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো বলেন, এ পর্যন্ত নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে তাতে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের নমুনা দেখা যাচ্ছে না।

একটি ভালো নির্বাচন আয়োজনে তিনি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, গ্রহণযোগ্য মনোনয়ন পদ্ধতি, প্রশাসনে দলীয়করণ বন্ধ, নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা ও বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে না পারলে আগামীতে বাংলাদেশে উত্তর কোরিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমরা যাই বলি, কমিশন তাকে নেতিবাচক হিসেবে দেখেন। অথচ এসব পরামর্শ আমলে নিয়ে একটি সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। দিনশেষে তার সুফল তারাই পাবেন।

গোলটেবিল বৈঠকে আলোচকরা নির্বাচন কমিশনের করণীয়, আইন কাঠামো, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, মনোনয়নের লক্ষ্যে তৃণমূল থেকে প্যানেল তৈরির বিধানের প্রয়োগ, হলফনামা যাচাই-বাছাই ও ছকে পরিবর্তন, নির্বাচনী সহিংসতা রোধ, নির্বাচনে সেনা মোতায়েন, দলের কমিটিতে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, নির্বাচনী ব্যয়সীমা কমিয়ে আনা, নির্বাচনী বিরোধ দূরীকরণ, কমিশনে নিয়োগ আইন তৈরি, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও বৈদেশিক শাখা তৈরি, গণমাধ্যমের ভূমিকা, কমিশনের বিশ্বাসযোগ্যতা সৃষ্টি, সরকারের করণীয়, রাজনৈতিক দলের করণীয়, নাগরিক সমাজের করণীয় ও ভোটারদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুজনের সভাপতি- এম হাফিজ উদ্দিন খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এবাদুল হক, রাজনীতিবিদ আবুল হাসান চৌধুরী প্রমুখ।