বাঙালী কণ্ঠ নিউজঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। ফলে শিগগিরই তিনি বাড়ি ফিরছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন তিনি। আজ সোমবার দুপুরে ল্যাব এইডের মুখপাত্র সাইফুর রহমান লেনিন গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন. চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে আগামীকাল মঙ্গলবার অথবা পরশু বুধবাই হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হতে পারে। একই সাথে সপ্তাহ খানেক বিশ্রামের পর ফলোআপের জন্য তাকে ফের হাসপাতালে আসার পরামর্শ দেয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।