ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকদের অধিকাংশ দাবিই পূরণ হয় না বলে মন্তব্য করেছেন : মেনন

বাঙালী কণ্ঠ নিউজঃ শ্রমিকদের অধিকাংশ দাবিই পূরণ হয় না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এজন্য শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অধিকার-দাবি সম্পর্কে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কারা আপনাদের কথা বলে জানতে হবে।

মে দিবস উপলক্ষে মঙ্গলবার তোপখানা রোডে নির্মাণ আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘ধনিক শ্রেণির ব্যাংকারদের আইন হয় দুই সপ্তাহে। কিন্তু নির্মাণ শ্রমিকদের আইনের জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকতে হয়। আমি বলি, নির্মাণ শ্রমিকদের জন্য পৃথক আইন করতে হবে। নন-ফরমাল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এতো উন্নয়ন হচ্ছে, কিন্তু যাদের পরিশ্রমে বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেই সব শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না।

দেশের মাথাপিছু আয় ১৭৫২ ডলারে উন্নীত হলেও নির্মাণ শ্রমিকের আয় চমকে উঠার মতো বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন কয়েক হাজার নির্মাণ শ্রমিক। বাংলাদেশ ব্লিডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

শ্রমিকদের অধিকাংশ দাবিই পূরণ হয় না বলে মন্তব্য করেছেন : মেনন

আপডেট টাইম : ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ শ্রমিকদের অধিকাংশ দাবিই পূরণ হয় না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এজন্য শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অধিকার-দাবি সম্পর্কে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কারা আপনাদের কথা বলে জানতে হবে।

মে দিবস উপলক্ষে মঙ্গলবার তোপখানা রোডে নির্মাণ আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘ধনিক শ্রেণির ব্যাংকারদের আইন হয় দুই সপ্তাহে। কিন্তু নির্মাণ শ্রমিকদের আইনের জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকতে হয়। আমি বলি, নির্মাণ শ্রমিকদের জন্য পৃথক আইন করতে হবে। নন-ফরমাল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এতো উন্নয়ন হচ্ছে, কিন্তু যাদের পরিশ্রমে বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেই সব শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না।

দেশের মাথাপিছু আয় ১৭৫২ ডলারে উন্নীত হলেও নির্মাণ শ্রমিকের আয় চমকে উঠার মতো বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন কয়েক হাজার নির্মাণ শ্রমিক। বাংলাদেশ ব্লিডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন প্রমুখ।