বাঙালী কণ্ঠ নিউজঃ রাজধানীতে চলছে ট্রাফিক সপ্তাহ। চলমান এই ট্রাফিক সপ্তাহের ৯ম দিনে সোমবার ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮হাজার ৩৭৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসময় ৫৩ লাখ ৭৩ হাজার ১৫০ টাকা জরিমানা এবং ৯৫২টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারি কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বলেন, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ণ, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ৮ হাজার ৩৭৬টি মামলা করা হয়।
এছাড়া ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে গাড়ি চালকের বিরুদ্ধে ১ হাজার ৯৭২টি মামলা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত এই ‘ট্রাফিক সপ্তাহ’ আজ মঙ্গলবার পর্যন্ত চলবে। পাশাপাশি ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।