কিশোরগঞ্জের মিঠামইন বাঁধ ও মিঠামইন অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারসহ নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ শুক্রবার এসব উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
সংশ্লিষ্ঠ সূত্র জানায়, প্রকল্প এলাকায় নির্মাণ কাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “জনগণের দেওয়া করের টাকায় উন্নয়ন কাজ হচ্ছে, ফলে তাদের অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে।”