ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সম্মেলনকক্ষে মারা যাওয়া ডিসির পরিবারকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক মরহুম জাহিদুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা ও সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাহিদুলের স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী তাদের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাঁর পক্ষ থেকে পরিবারকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জাহিদুল ১৭ অক্টোবর রাজশাহীতে হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

তিনি ১৭ অক্টোবর একটি বৈঠকে যোগদানের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন। জাহিদুল হঠাৎ করেই সম্মেলন কক্ষে পড়ে যান, এ সময় তিনি ফোনে কথা বলছিলেন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সম্মেলনকক্ষে মারা যাওয়া ডিসির পরিবারকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক মরহুম জাহিদুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা ও সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাহিদুলের স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী তাদের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাঁর পক্ষ থেকে পরিবারকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জাহিদুল ১৭ অক্টোবর রাজশাহীতে হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

তিনি ১৭ অক্টোবর একটি বৈঠকে যোগদানের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন। জাহিদুল হঠাৎ করেই সম্মেলন কক্ষে পড়ে যান, এ সময় তিনি ফোনে কথা বলছিলেন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।