নভেম্বরে মাঝামাঝিতে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজাহান নেওয়াজ একথা জানান।
তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর ৬১ জেলায় প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নির্ধারণের জন্য আইন মন্ত্রণালয়ে একটি খসড়া পাঠানো হয়েছে।
জেলা পরিষদ নির্বাচন করার জন্য ৬ অক্টোবর জেলা পরিষদ আইন সংশোধন করে সংসদে বিল পাস হয়। ২০০০ সালের জেলা পরিষদ আইনে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাময়িক বরখাস্তের বিধান ছিল না। নতুন আইনে আদালতে চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়া সাপেক্ষে সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে। এ ছাড়া আগের আইনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের জেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল না। এখন তারা ভোট দিতে পারবেন।