ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গিদের ধ্বংস না করা পর্যন্ত আমরা থামবো না : র‌্যাব প্রধান

দেশজুড়ে চলমান জঙ্গিবিরোধী অভিযান, জঙ্গিদের আত্মঘাতী হওয়া ও তাদের বোমা হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘আমরা একরকম যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। তবে জঙ্গিদের ধ্বংস না করা পর্যন্ত আমরা থামবো না।’

সিলেটে শিববাড়ির পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণের কারণে নিহত র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফট্যানেন্ট কর্নেল আবুল কালাম আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে এ মন্তব্য করেন র‌্যাবের মহাপরিচালক। তিনি আরও বলেন, ‘কর্নেল আবুল কালাম আজাদের


শূন্যতা পূরণ হওয়ার নয়।’

শুক্রবার (৩১ মার্চ) বিকালে রাজধানীতে র‌্যাবের সদর দফতরে কর্নেল আজাদের প্রতি অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসাররা।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সন্ধ্যায় পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় ২৬ মার্চ রাত ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় কর্নেল আজাদকে। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় ২৯ মার্চ রাতে তাকে আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জঙ্গিদের ধ্বংস না করা পর্যন্ত আমরা থামবো না : র‌্যাব প্রধান

আপডেট টাইম : ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭

দেশজুড়ে চলমান জঙ্গিবিরোধী অভিযান, জঙ্গিদের আত্মঘাতী হওয়া ও তাদের বোমা হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘আমরা একরকম যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। তবে জঙ্গিদের ধ্বংস না করা পর্যন্ত আমরা থামবো না।’

সিলেটে শিববাড়ির পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণের কারণে নিহত র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফট্যানেন্ট কর্নেল আবুল কালাম আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে এ মন্তব্য করেন র‌্যাবের মহাপরিচালক। তিনি আরও বলেন, ‘কর্নেল আবুল কালাম আজাদের


শূন্যতা পূরণ হওয়ার নয়।’

শুক্রবার (৩১ মার্চ) বিকালে রাজধানীতে র‌্যাবের সদর দফতরে কর্নেল আজাদের প্রতি অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসাররা।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সন্ধ্যায় পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় ২৬ মার্চ রাত ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় কর্নেল আজাদকে। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় ২৯ মার্চ রাতে তাকে আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।