প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ৮টায় এ তথ্য জানানো হয়।
বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে শায়রুল কবির খান জানান, লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে রওনা করে কাতারে যাত্রাবিরতির পর আজ বুধবার সকালে লন্ডনের হিথ্রোতে পৌঁছান বেগম জিয়া।
কাতারের আমিরের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয়। তার সঙ্গে পরিবার, বাংলাদেশি চিকিৎসক ও কাতারের চিকিৎসকরাও ছিলেন।
বুধবার সকালে হিথ্রোতে পৌঁছানোর পর খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পাঁচ জন তাকে স্বাগত জানান।