ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়েছে পার্শ্ববর্তী ১৬টি ইউনিয়ন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আটটি করে ইউনিয়ন যুক্ত করা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হচ্ছে। ইউনিয়নগুলো হলো শ্যামপুর, মাকুয়াইল, ডেমরা, শারুলিয়া, দনিয়া, দক্ষিণগাঁও, নাসিরাবাদ ও মান্ডা।
উত্তর সিটি করপোরেশনেও যুক্ত হচ্ছে ৮টি ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো বেড়াইট, বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি।
মন্ত্রিপরিষদসচিব জানান, বর্তমানে দুই সিটি করপোরেশনের মোট আয়তন মোট ১২৯ বর্গকিলোমিটার। ১৬টি ইউনিয়ন যুক্ত হলে মোট আয়তন হবে ২৭০ বর্গকিলোমিটার।