বাঙালী কণ্ঠ ডেস্কঃ মুজিব বর্ষের দিন ১০০ হাফেজ কুরআন খতম দেবে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ধর্ম মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই কর্মসূচি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের তুরাগ নদীর তীরে ঢাকা বোট ক্লাব এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্মপ্রতিমন্ত্রী বলেন, আসন্ন মুজিব বর্ষের অনুষ্ঠান যেনো সম্পূর্ণ সুষ্ঠু ভাবে হয় সে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমরা ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে নানা কর্মসূচি নিয়েছি । সেদিন বঙ্গবন্ধু ও তার পরিবার এবং দেশের শহীদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। দোয়া শেষে ভোজের আয়োজন করা হবে। এছাড়া বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রাম করে যাবো।
তিনি বলেন, টঙ্গী ময়দানে ইজতেমা হয় সেই জায়গাটিও বঙ্গবন্ধুর দেওয়া, মাদ্রাসা আলিয়া বোর্ড বঙ্গবন্ধুর করা। এমন আরও কার্যক্রম শুরু করেছিলো কিন্তু দুর্ভাগ্য বসত তিনি করতে পারেননি। কিন্তু তার মেয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কাজগুলো একে একে সম্পন্ন করছেন।