ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার পাহাড় গড়েছেন তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না জাতিসংঘ অধিবেশন নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে ড. ইউনূসের বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন ইলিশের দাম কমছে না কেন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বাঙালির ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পহেলা বৈশাখ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশাখ আত্মপরিচয় প্রকাশ করার দিন, অন্যদিকে অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন। উৎসবমুখর পরিবেশে বাঙালি পহেলা বৈশাখ উদযাপন করছে। বাঙালির চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পহেলা বৈশাখ।

পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পহেলা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এখনও আছে। কে পালন করল, কে করল না- তাতে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা পালন করব। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে পহেলা বৈশাখ। প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা গজাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের আদর্শ দ্বিজাতিতত্ত্ব ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করা। এ অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে। আমরা বাংলা ও বাঙালি চেতন ধারণ করি।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

পরে ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাড়াও দলের সিনিয়র নেতাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

টাকার পাহাড় গড়েছেন তারা

বাঙালির ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পহেলা বৈশাখ: কাদের

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশাখ আত্মপরিচয় প্রকাশ করার দিন, অন্যদিকে অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন। উৎসবমুখর পরিবেশে বাঙালি পহেলা বৈশাখ উদযাপন করছে। বাঙালির চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পহেলা বৈশাখ।

পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পহেলা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এখনও আছে। কে পালন করল, কে করল না- তাতে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা পালন করব। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে পহেলা বৈশাখ। প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা গজাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের আদর্শ দ্বিজাতিতত্ত্ব ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করা। এ অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে। আমরা বাংলা ও বাঙালি চেতন ধারণ করি।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

পরে ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাড়াও দলের সিনিয়র নেতাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।