ঢাকা , বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের কার্যক্রম শুরু হলে বলতে পারবো কে আমার প্রতিদ্বন্দ্বী

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বাহান্ন বছরে বরিশাল সিটি করপোরেশনে যে উন্নয়ন হয়েছে, আমি নির্বাচিত হতে পারলে তার চেয়ে বেশি উন্নয়ন করবো। যারা বলছে আওয়ামী লীগ আমাকে সাপোর্ট করছে আমি তাদের বলতে চাই তাহলে তো আওয়ামী লীগ আমাকে নির্বাচিত করেই দিয়েছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো সোমবার  (৮ মে) বিকেলে বরিশালে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এ সময় তাকে নিয়ে নগরীতে মোটর শোভাযাত্রা করেন দলের নেতাকর্মীরা।

এছাড়া বরিশালে পৌঁছে নগরীর আমতলার মোড় পানির ট্যাংকি এলাকায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ভোটার ভোট দেয় শান্তি পাওয়ার জন্য, অধিকার বাস্তবায়নের জন্য। যার মাধ্যমে শান্তি এবং অধিকার বাস্তবায়ন হবে তাকেই তো মানুষ ভোট দিবে। আমি কাউকে প্রতিযোগী মনে করি না। আমি মনে করি সবাই আমরা প্রতিযোগীতা মূলক অংশগ্রহন করেছি। আর নির্বাচনের কার্যক্রম শুরু হলেই বলতে পারবো কে আমার প্রতিদ্বন্দ্বী।

তিনি আরও বলেন, আমি যদি মেয়র হতে পারি তাহলে সাবেক মেয়রসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ নিয়ে এক টেবিলে বসে পরামর্শের ভিত্তিতে কাজ করবো। যারা অতিতে মেয়র ছিলেন তাদের অভিজ্ঞতা বুদ্ধি পরামর্শ নিয়ে আমি কাজ করবো।

এর আগে গত ২৭ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নাম ঘোষণা করেন দলের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মনোনয়ন পাওয়ার পর থেকেই ঢাকায় অবস্থান করছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নির্বাচনের কার্যক্রম শুরু হলে বলতে পারবো কে আমার প্রতিদ্বন্দ্বী

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বাহান্ন বছরে বরিশাল সিটি করপোরেশনে যে উন্নয়ন হয়েছে, আমি নির্বাচিত হতে পারলে তার চেয়ে বেশি উন্নয়ন করবো। যারা বলছে আওয়ামী লীগ আমাকে সাপোর্ট করছে আমি তাদের বলতে চাই তাহলে তো আওয়ামী লীগ আমাকে নির্বাচিত করেই দিয়েছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো সোমবার  (৮ মে) বিকেলে বরিশালে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এ সময় তাকে নিয়ে নগরীতে মোটর শোভাযাত্রা করেন দলের নেতাকর্মীরা।

এছাড়া বরিশালে পৌঁছে নগরীর আমতলার মোড় পানির ট্যাংকি এলাকায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ভোটার ভোট দেয় শান্তি পাওয়ার জন্য, অধিকার বাস্তবায়নের জন্য। যার মাধ্যমে শান্তি এবং অধিকার বাস্তবায়ন হবে তাকেই তো মানুষ ভোট দিবে। আমি কাউকে প্রতিযোগী মনে করি না। আমি মনে করি সবাই আমরা প্রতিযোগীতা মূলক অংশগ্রহন করেছি। আর নির্বাচনের কার্যক্রম শুরু হলেই বলতে পারবো কে আমার প্রতিদ্বন্দ্বী।

তিনি আরও বলেন, আমি যদি মেয়র হতে পারি তাহলে সাবেক মেয়রসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ নিয়ে এক টেবিলে বসে পরামর্শের ভিত্তিতে কাজ করবো। যারা অতিতে মেয়র ছিলেন তাদের অভিজ্ঞতা বুদ্ধি পরামর্শ নিয়ে আমি কাজ করবো।

এর আগে গত ২৭ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নাম ঘোষণা করেন দলের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মনোনয়ন পাওয়ার পর থেকেই ঢাকায় অবস্থান করছিলেন তিনি।