ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কথা শুনে মনে হয় বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তাদের কোনো অঙ্গরাজ্য। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশ। কোনো বিদেশি শক্তির কাছে আমাদের নেত্রী মাথানত করবে না।

আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জ সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্রলীগ আয়োজিত ঢাকা জেলা কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জবাসীর সহযোগিতা কখনো ভোলার নয়। মহান মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতা অপরিসীম। আজ এ ছাত্র সংবর্ধনায় আমার মনে হচ্ছে আবার ছাত্র জীবন ফিরে এসেছি।’

তিনি বিগত ১৫ বছরে ঢাকা-২ আসনের এমপি হিসেবে এলাকার রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য মনোনয়নের শতভাগ নিশ্চয়তা দিয়ে স্থানীয়দের কাছে ভোট প্রার্থনা করেন।

ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহজালাল অপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম হামিদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ইখতিয়ার আহমেদ শাওন, সদস্য শিলারা ইসলাম, সদস্য আলতাব হোসেন বিল্পবকে সংবর্ধনা প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের কথা শুনে মনে হয় বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তাদের কোনো অঙ্গরাজ্য। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশ। কোনো বিদেশি শক্তির কাছে আমাদের নেত্রী মাথানত করবে না।

আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জ সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্রলীগ আয়োজিত ঢাকা জেলা কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জবাসীর সহযোগিতা কখনো ভোলার নয়। মহান মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতা অপরিসীম। আজ এ ছাত্র সংবর্ধনায় আমার মনে হচ্ছে আবার ছাত্র জীবন ফিরে এসেছি।’

তিনি বিগত ১৫ বছরে ঢাকা-২ আসনের এমপি হিসেবে এলাকার রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য মনোনয়নের শতভাগ নিশ্চয়তা দিয়ে স্থানীয়দের কাছে ভোট প্রার্থনা করেন।

ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহজালাল অপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম হামিদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ইখতিয়ার আহমেদ শাওন, সদস্য শিলারা ইসলাম, সদস্য আলতাব হোসেন বিল্পবকে সংবর্ধনা প্রদান করা হয়।