এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, শেখ হাসিনা ২০০৮ সালে জেল থেকে বের হয়ে সরকারের নির্বাহী আদেশে কানের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। জিয়াউর রহমানের আমলে জাসদের এক নেতাকে জেল থেকে সরাসরি নির্বাহী আদেশে জার্মানি পাঠানো হয়। সুতরাং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এত ধরনের হাইকোর্ট দেখানো হচ্ছে কেন? তাকেও নির্বাহী আদেশে পাঠানো সম্ভব। অলি বলেন, প্রয়োজন সরকারের সদিচ্ছা। আশা করি সরকার নতুনভাবে তিক্ততা সৃষ্টি না করে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি প্রদান করবে। অক্টোবরের পর সরকার হয়তো এই সুযোগ হারাতে পারে। দেশের অবস্থা মোটেই ভালো নয়। সোমবার রাজধানীর পূর্ব পান্থপথে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অলি বলেন, আমরা ১৮ কোটি মানুষ বর্তমানে খুবই কঠিন সময় পার করছি। বর্তমান সরকারের অপশাসন, দুর্নীতি এবং ন্যায়বিচারহীনতার কারণে বিভিন্ন সমস্যা অধিকতর জটিল আকার ধারণ করছে। বিশেষ করে সরকারের একঘেয়েমি মনোভাব অনেক মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, দেশের বর্তমান সামাজিক নিরাপত্তার অবস্থা পর্যবেক্ষণ করুন। গত আট মাসে ৪৯৩ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ের মধ্যে ১০১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে একক ধর্ষণের শিকার ৩২২ জন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৭২ জন। প্রতিবন্ধী শিশু রয়েছে ৩৯ জন। প্রেমের ফাঁদে ফেলে ৭৩ জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কারণ তারা দুর্নীতি এবং টাকাপয়সা পাঁচারে ব্যস্ত। নিশিরাতের ভোট কীভাবে সম্পন্ন করবে তা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত। আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে বাধ্য। এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, সাকলায়েন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ শিরোনাম :
সানডে টাইমসের প্রতিবেদন আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
কাজী নজরুল ইসলামের নাতি বাবুল আর নেই
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পেছাল
কবীর বিন আনোয়ার ও আব্দুস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বেনাপোলে মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা
অবশেষে সাইফ আলীর হামলাকারী গ্রেপ্তার
পুলিশ সদস্যসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খালেদা জিয়ার ক্ষেত্রে এত হাইকোর্ট দেখানো হচ্ছে কেন: অলি
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- 90
Tag :
জনপ্রিয় সংবাদ