ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ৬ জন প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়ন বাতিল করা হয়। বাকি ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয়পার্টির আব্দুল হামিদ, স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য এ্যাড. জিয়াউল হক মৃধা ও জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। এরমধ্যে থেকে নির্বাচন কমিশন দৈব চয়নের মাধ্যমে ১০জন ভোটারের স্বাক্ষর যাচাই বাছাই করে। এই ১০জনের মধ্যে ৪ জন কোন স্বাক্ষর করেননি এবং একজন মৃত ব্যক্তির স্বাক্ষর রয়েছে। তাই স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ, গত ৩০ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যু হলে আসনটি শুন্য ঘোষণা করে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ।