ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে

উপনিবেশিক ধাঁচের প্রথম ধারার রাজনীতি দেশের দূরাবস্থার কারণ উল্লেখ্য করে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্বিতীয় ধারার আলোকে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার নীতি গ্রহণ করতে হবে বলে মনে করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব।

শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ মন্তব্য করেন।

রব বলেন, ‘বর্তমানে বাংলাদেশের জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার সবই হরণ করা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন নিয়ে প্রহসনের পর সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দলের নেতাকর্মী, পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের দ্বারা ব্যালটবক্স ভরিয়ে ক্ষমতাসীন দলের প্রর্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে মৌলবাদীদের হত্যা-খুন চরম আকার ধারণ করেছে। বিদেশি নাগরিক, দেশের মুক্তচিন্তার মানুষ, ধর্মযাজককে হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত হত্যা-ধর্ষণের শিকার হচ্ছে অগনিত নারী ও শিশু। লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। অথচ কোনো কিছুরই বিচার হচ্ছে না। সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র, মানবাধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সবই আজ ধ্বংসের ধারপ্রান্তে। এ অবস্থা চলতে থাকলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে- বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’

রব আরো বলেন, ‘দেশের এ অবস্থা থেকে উত্তরণের জন্য উপনিবেশিক প্রথম ধাঁচের রাজনৈতিক ধারার বিকল্প দ্বিতীয় ধারার ভিত্তিতে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।’

দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের স্টিয়ারিং কমিটির সদস্য এমএ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬

উপনিবেশিক ধাঁচের প্রথম ধারার রাজনীতি দেশের দূরাবস্থার কারণ উল্লেখ্য করে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্বিতীয় ধারার আলোকে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার নীতি গ্রহণ করতে হবে বলে মনে করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব।

শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ মন্তব্য করেন।

রব বলেন, ‘বর্তমানে বাংলাদেশের জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার সবই হরণ করা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন নিয়ে প্রহসনের পর সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দলের নেতাকর্মী, পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের দ্বারা ব্যালটবক্স ভরিয়ে ক্ষমতাসীন দলের প্রর্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে মৌলবাদীদের হত্যা-খুন চরম আকার ধারণ করেছে। বিদেশি নাগরিক, দেশের মুক্তচিন্তার মানুষ, ধর্মযাজককে হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত হত্যা-ধর্ষণের শিকার হচ্ছে অগনিত নারী ও শিশু। লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। অথচ কোনো কিছুরই বিচার হচ্ছে না। সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র, মানবাধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সবই আজ ধ্বংসের ধারপ্রান্তে। এ অবস্থা চলতে থাকলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে- বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’

রব আরো বলেন, ‘দেশের এ অবস্থা থেকে উত্তরণের জন্য উপনিবেশিক প্রথম ধাঁচের রাজনৈতিক ধারার বিকল্প দ্বিতীয় ধারার ভিত্তিতে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।’

দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের স্টিয়ারিং কমিটির সদস্য এমএ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ।