বন্যা পরবর্তী বাঁধ নিমার্ণের পাশাপাশি তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত লোকজনের পুর্ণবাসনের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি মঙ্গলবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী অবসরে বন্যা পরিস্থিতি নিয়ে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন উওরে এসব কথা বলেন।
এ সময় তিনি তিস্তা নদী ভাঙ্গনের শিকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। পরে দোয়ানী হাইস্কুল মাঠে ওই এলাকার নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলোর মাঝে ১ বান্ডিল করে টেউ টিন, ৩ হাজার করে টাকা ও ২০ কেজি করে চাউল করে মোট ২শত ৫০ বান্ডিল টেউ টিন, সাড়ে ৭ লক্ষ টাকা ও ৫ টন চাউল বিতরণ করেন।
এ সময় সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এম পি, সংসদ সদস্য সফুরা বেগম, ত্রাণ যুগ্ন সচিব ডা. আতিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা ত্রাণ কর্মকর্তা ইদ্রিস আলী, হাতীবান্ধা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ও হাতীবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ উপস্থিত ছিলেন।