ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক উদ্দেশ্যে দুদকে তলব করা হয়েছে : তাবিথ

বাঙালী কণ্ঠ নিউজঃ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই দুর্নীতির অভিযোগ এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী তাবিথ আউয়াল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও একই উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, দেশে যে রাজনীতি বিরাজ করছে সেখানে তার একার বিষয় নয়, সব পর্যায়ে সরকার রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে।

তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে বলেন, একটা অনুসন্ধান চলছে। এর মাঝে কথা বলা আইনি বাধা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানে সত্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তাবিথ।

তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে- জানতে চাইলে সেটি দুদক থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর ক্ষেত্রে দুর্নীতির এই অভিযোগ কোনো ধরনের প্রভাব ফেলবে কি না- এই বিষয়ে জানতে চাওয়া হলে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এই বিএনপি নেতা বলেন, ডিএনসিসি নির্বাচন স্থগিত রয়েছে। আইনগতভাবে তিনি এখনও প্রার্থী।

বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাসহ দশজনের বিরুদ্ধে আট ব্যাংকে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের পৃথক একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই অভিযোগের সঙ্গে জড়িতদের তালিকায় তাবিথ আউয়ালেরও নাম রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজনৈতিক উদ্দেশ্যে দুদকে তলব করা হয়েছে : তাবিথ

আপডেট টাইম : ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই দুর্নীতির অভিযোগ এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী তাবিথ আউয়াল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও একই উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, দেশে যে রাজনীতি বিরাজ করছে সেখানে তার একার বিষয় নয়, সব পর্যায়ে সরকার রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে।

তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে বলেন, একটা অনুসন্ধান চলছে। এর মাঝে কথা বলা আইনি বাধা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানে সত্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তাবিথ।

তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে- জানতে চাইলে সেটি দুদক থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর ক্ষেত্রে দুর্নীতির এই অভিযোগ কোনো ধরনের প্রভাব ফেলবে কি না- এই বিষয়ে জানতে চাওয়া হলে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এই বিএনপি নেতা বলেন, ডিএনসিসি নির্বাচন স্থগিত রয়েছে। আইনগতভাবে তিনি এখনও প্রার্থী।

বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাসহ দশজনের বিরুদ্ধে আট ব্যাংকে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের পৃথক একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই অভিযোগের সঙ্গে জড়িতদের তালিকায় তাবিথ আউয়ালেরও নাম রয়েছে।