ঢাকা , সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এবার টিকিট না পেয়ে কেউ ফিরে যাবে না : রেলমন্ত্রী

কেউ টিকেট না পেয়ে ফিরে যাবে না, এবার ট্রেনের পর্যাপ্ত টি‌কিট আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক । মঙ্গলবার সকালে কমলাপুর রেল‌স্টেশন প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা জানান মন্ত্রী। এ‌দিন ৮ সে‌প্টেম্ব‌রের অ‌গ্রিম টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছি‌লে। পু‌রো স্টেশনজু‌ড়ে ছি‌ল টি‌কিট প্রত্যাশী‌দের দীর্ঘ লাইন।

তি‌নি জানান, কমলাপু‌র রেলস্টেশন থেকে দৈ‌নিক অর্ধলাখ টি‌কিট দেওয়া হচ্ছে। ঈদের সময় সারা দেশের স্টেশনগুলো থেকে সব‌ মি‌লিয়ে দি‌নে ২ লাখ ৬০ হাজার যাত্রী আসা-যাওয়া ক‌রেন।

যাত্রী‌দের অভি‌যোগ ছি‌ল লাই‌নে প্রথ‌মে এসেও তারা চাহিদা অনুযায়ী টি‌কিট পা‌চ্ছেন না। প‌রে মন্ত্রী জানান, স্টেশনে পর্যাপ্ত টি‌কিট আ‌ছে। সমস্যা হবে না। আর ২ সে‌প্টেম্বর সম্পূর্ণ নতুন কোচ দিয়ে সি‌লেট রু‌টে পারাবত এক্স‌প্রেস ও দিনাজপুরে রু‌টে তিস্তার চলাচল শুরু হ‌বে।

আর ৮ সে‌প্টেম্বর মোহনগঞ্জ এক্স‌প্রেস না‌মে নতুন আন্তনগর ট্রেন চালু হ‌বে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এবার টিকিট না পেয়ে কেউ ফিরে যাবে না : রেলমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬

কেউ টিকেট না পেয়ে ফিরে যাবে না, এবার ট্রেনের পর্যাপ্ত টি‌কিট আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক । মঙ্গলবার সকালে কমলাপুর রেল‌স্টেশন প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা জানান মন্ত্রী। এ‌দিন ৮ সে‌প্টেম্ব‌রের অ‌গ্রিম টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছি‌লে। পু‌রো স্টেশনজু‌ড়ে ছি‌ল টি‌কিট প্রত্যাশী‌দের দীর্ঘ লাইন।

তি‌নি জানান, কমলাপু‌র রেলস্টেশন থেকে দৈ‌নিক অর্ধলাখ টি‌কিট দেওয়া হচ্ছে। ঈদের সময় সারা দেশের স্টেশনগুলো থেকে সব‌ মি‌লিয়ে দি‌নে ২ লাখ ৬০ হাজার যাত্রী আসা-যাওয়া ক‌রেন।

যাত্রী‌দের অভি‌যোগ ছি‌ল লাই‌নে প্রথ‌মে এসেও তারা চাহিদা অনুযায়ী টি‌কিট পা‌চ্ছেন না। প‌রে মন্ত্রী জানান, স্টেশনে পর্যাপ্ত টি‌কিট আ‌ছে। সমস্যা হবে না। আর ২ সে‌প্টেম্বর সম্পূর্ণ নতুন কোচ দিয়ে সি‌লেট রু‌টে পারাবত এক্স‌প্রেস ও দিনাজপুরে রু‌টে তিস্তার চলাচল শুরু হ‌বে।

আর ৮ সে‌প্টেম্বর মোহনগঞ্জ এক্স‌প্রেস না‌মে নতুন আন্তনগর ট্রেন চালু হ‌বে।