কেউ টিকেট না পেয়ে ফিরে যাবে না, এবার ট্রেনের পর্যাপ্ত টিকিট আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক । মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এদিন ৮ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছিলে। পুরো স্টেশনজুড়ে ছিল টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন।
তিনি জানান, কমলাপুর রেলস্টেশন থেকে দৈনিক অর্ধলাখ টিকিট দেওয়া হচ্ছে। ঈদের সময় সারা দেশের স্টেশনগুলো থেকে সব মিলিয়ে দিনে ২ লাখ ৬০ হাজার যাত্রী আসা-যাওয়া করেন।
যাত্রীদের অভিযোগ ছিল লাইনে প্রথমে এসেও তারা চাহিদা অনুযায়ী টিকিট পাচ্ছেন না। পরে মন্ত্রী জানান, স্টেশনে পর্যাপ্ত টিকিট আছে। সমস্যা হবে না। আর ২ সেপ্টেম্বর সম্পূর্ণ নতুন কোচ দিয়ে সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ও দিনাজপুরে রুটে তিস্তার চলাচল শুরু হবে।
আর ৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেন চালু হবে।