বাঙালী কণ্ঠ নিউজঃ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় ১০তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি কার্যালয়ের সামনে গাছও রোপন করেন
আজ (২৩ জুন) দলের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকাল ১০টার দিকে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এর আগে প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে যান দলের শীর্ষ পর্যায়ের নেতারা।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক এই ভবনটির বাইরে দু’পাশ কাঁচ দিয়ে ঘেরা। সামনের দেয়ালজুড়ে দলীয় স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা এবং একপাশে দলীয় প্রতীক নৌকা থাকছে। এর সামান্য ওপরে বড় করে লেখা ‘বাংলাদেশ আওয়ামী লীগ।’ এছাড়া পঞ্চম তলা সাজানো হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রতিকৃতি দিয়ে। আর ষষ্ঠ তলায় থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের টেরাকোটা।
আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়টি দু বছর আগে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।