ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশে খুব শিগগিরই একটি ঝড় আসবে

দেশে খুব শিগগিরই একটি ঝড় আসবে, আর সেই ঝড়ে হারিয়ে যাবে আজকে যারা ক্ষমতাবলে জনগণের ওপর অন্যায়ভাবে অত্যাচর নির্যাতন চালাচ্ছেন। তিনি বলেন, অপক্ষা করুণ খুব বেশি দেরি নেই। ইতিহাস যেমন থেমে থাকে না, তেমনি শিগগিরই একটি ঝড় আসবে, তবে সেই ঝড়কে ঠেকানোও যাবে না।’ গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

 

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ভাষা সৈনিক আব্দুল মতিন এবং চলচিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণে গণসংস্কৃতি দল নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘একটি দেশের ওপর নির্ভরশীল বাংলাদেশ সরকারপ্রধান সম্প্রতি ভারতের গোয়ায় একটি সম্মেলনে পাকিস্তানকে সন্ত্রাসের সূতিকাগার বলেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেছেন চীনের রাষ্ট্রপতি। কাজেই বুঝতে হবে লাভ-লোকসানের যোগ/বিয়োগ করে আমাদের একটি পররাষ্ট্রনীতি তৈরি করা এখন সময়ের দাবি। কারণ কূটনৈতিক প্রচেষ্টায় ভুল করা চলবে না। ভুল হলে এর মাশুল আমাদের সমগ্র জাতিকে বহন করে চলতে হবে।’

 

তিনি বলেন, ‘একটি কথা স্পষ্ট যে, নিজ দেশকে ভালোবাসতে পারাই রাজনীতির অন্যতম শর্ত। নিজেদের স্বার্থে যত বেশি সেলফিস হওয়া যায়, সেটাই রাজনীতি।’

 

আয়োজক সংগঠনের সভাপতি এস আলম মামুনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দেশে খুব শিগগিরই একটি ঝড় আসবে

আপডেট টাইম : ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
দেশে খুব শিগগিরই একটি ঝড় আসবে, আর সেই ঝড়ে হারিয়ে যাবে আজকে যারা ক্ষমতাবলে জনগণের ওপর অন্যায়ভাবে অত্যাচর নির্যাতন চালাচ্ছেন। তিনি বলেন, অপক্ষা করুণ খুব বেশি দেরি নেই। ইতিহাস যেমন থেমে থাকে না, তেমনি শিগগিরই একটি ঝড় আসবে, তবে সেই ঝড়কে ঠেকানোও যাবে না।’ গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

 

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ভাষা সৈনিক আব্দুল মতিন এবং চলচিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণে গণসংস্কৃতি দল নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘একটি দেশের ওপর নির্ভরশীল বাংলাদেশ সরকারপ্রধান সম্প্রতি ভারতের গোয়ায় একটি সম্মেলনে পাকিস্তানকে সন্ত্রাসের সূতিকাগার বলেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেছেন চীনের রাষ্ট্রপতি। কাজেই বুঝতে হবে লাভ-লোকসানের যোগ/বিয়োগ করে আমাদের একটি পররাষ্ট্রনীতি তৈরি করা এখন সময়ের দাবি। কারণ কূটনৈতিক প্রচেষ্টায় ভুল করা চলবে না। ভুল হলে এর মাশুল আমাদের সমগ্র জাতিকে বহন করে চলতে হবে।’

 

তিনি বলেন, ‘একটি কথা স্পষ্ট যে, নিজ দেশকে ভালোবাসতে পারাই রাজনীতির অন্যতম শর্ত। নিজেদের স্বার্থে যত বেশি সেলফিস হওয়া যায়, সেটাই রাজনীতি।’

 

আয়োজক সংগঠনের সভাপতি এস আলম মামুনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।