ঢাকা , মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় অফিস গুজবের ফ্যাক্টরি: কাদের

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির কার্যালয়কে গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৭ জুলাই) ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলুন ও পায়রা উড়িয়ে সংগঠনের রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কার্যালয় গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। আমরা জানি কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সত্য কথা বললেও দেশের মানুষ এখন বিশ্বাস করে না। কারণ তাদের অবস্থা হয়েছে, গল্পের রাখাল বালকের মতো। গল্পের রাখাল বালক যেমন মিথ্যা কথা বলে অপপ্রচার করত, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা রাখাল বালকের মতোই অপপ্রচার করছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের যতটা না অবনতি, তার চেয়ে বেশি অপপ্রচার। তার স্বাস্থ্যের অবনতির কথা ডাক্তাররা বলেন না, অথচ তারা বলেন।’

সাম্প্রদায়িক শক্তি নানামুখী চক্রান্ত দেশের ভেতরে ও বাইরে করা হচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে এখন গুজব চালানো হচ্ছে। দেশের কিছু মানুষ বিদেশে দেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। দেশে চলা এসব গুজবের পেছনে বিদেশে বসে কথা বলার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির কেন্দ্রীয় অফিস গুজবের ফ্যাক্টরি: কাদের

আপডেট টাইম : ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির কার্যালয়কে গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৭ জুলাই) ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলুন ও পায়রা উড়িয়ে সংগঠনের রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কার্যালয় গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। আমরা জানি কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সত্য কথা বললেও দেশের মানুষ এখন বিশ্বাস করে না। কারণ তাদের অবস্থা হয়েছে, গল্পের রাখাল বালকের মতো। গল্পের রাখাল বালক যেমন মিথ্যা কথা বলে অপপ্রচার করত, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা রাখাল বালকের মতোই অপপ্রচার করছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের যতটা না অবনতি, তার চেয়ে বেশি অপপ্রচার। তার স্বাস্থ্যের অবনতির কথা ডাক্তাররা বলেন না, অথচ তারা বলেন।’

সাম্প্রদায়িক শক্তি নানামুখী চক্রান্ত দেশের ভেতরে ও বাইরে করা হচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে এখন গুজব চালানো হচ্ছে। দেশের কিছু মানুষ বিদেশে দেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। দেশে চলা এসব গুজবের পেছনে বিদেশে বসে কথা বলার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।