বাঙালী কণ্ঠ ডেস্কঃ ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজ ১ জানুয়ারি, ২০২১, শুক্রবার। বছরের প্রথম দিন। ১৬ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪২ হিজরি। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।
আজকের দিনের ঘটনাবলি
৪৫ খ্রিস্টপূর্বাব্দ- জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
৪০৪- রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্টিত।
৬৩০- হযরত মুহাম্মদ (সা:) এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।
৯৯০- কিয়েভীয় রুস জুলিয়ান পঞ্জিকা গ্রহণ করে।
১৪৩৮- হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসাবে অধিষ্টিত হন।
১৬০০- স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
১৬৫১- ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড এর রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৬৭৩- নিউ ইয়র্ক ও বস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু হয়।
১৭৮৯- কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮০৯- কলকাতার ‘ব্যাংক অফ ক্যালকাটা’র নাম পরিবর্তন করে ‘বেঙ্গল ব্যাঙ্ক’ রাখা হয়।
১৮১৮- লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে ১৪ জন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৮২৪- কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়।
১৮৪৪- ভিক্যর ক্যারু কলকাতায় সেন্ট জনস কলেজ প্রতিষ্ঠা করেন।
১৮৪৬- কৃষ্ণনগরে ‘কৃষ্ণনগর সরকারি কলেজ’ প্রতিষ্ঠিত হয়।
১৮৪৬- বারাসতে ‘বারাসত সরকারি বিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়।
১৮৬৯- জলপাইগুড়ি জেলা গঠিত হয়।
১৮৭১- মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।
১৮৭৪- কলকাতা করপোরেশন পরিচালিত প্রথম পৌরবাজারের উদ্বোধন হয়। ১৯০৩ সালে এই বাজারের নাম হয় ‘স্যার স্টুয়ার্ট হগ মার্কেট’।
১৮৭৬- তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালের ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন।
১৮৮০- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘সি আই এ’ উপাধি লাভ করেন।
১৮৮৬- কাশীপুর উদ্যানবাটীতে রামকৃষ্ণ পরমহংস ‘কল্পতরু’ হন।
১৮৯০- স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন।
১৯১৫- ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯১৫- ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯২৩- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।
১৯৪৬- কোচবিহার পৌরসভা গঠিত হয়।
১৯৫০- দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় রূপান্তরিত হয়।
১৯৭১- মার্টিন কোম্পানির হাওড়া-আমতা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
১৯৭৫- হলদিয়ার ‘হলদিয়া তৈল সংশোধনাগার’ থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
আজকের দিনে যাদের জন্ম
৭৬৬- আলি আর-রিডা, শিয়া ইমাম (মৃত্যু ৮১৮)।
১৮৯০- প্রেমাঙ্কুর আতর্থী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। (মৃত্যু ১৯৬৪)
১৮৯৪- সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), ভারতীয় বাঙালি পদার্থবিদ। (মৃত্যু ১৯৭৪)
১৯০৩- জসীম উদ্দীন, বাংলাদেশের একজন বিখ্যাত কবি।
১৯১৪- অদ্বৈত মল্লবর্মণ, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (মৃত্যু ১৯৫১)
১৯৩০- এ.কে. খন্দকার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা।
১৯৩০- আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।
১৯৪৬- রিভেলিনো, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯১১- মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক।
আজকের এই দিনে যাদের মৃত্যু
৮৭৪- হাসান আল-আসকারী
১৭৪৮- ইয়োহান বার্নুয়ি, সুইজারল্যান্ডীয় গণিতবিদ।
১৮৯৪- হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯২১- সুরেশচন্দ্র সমাজপতি, বাঙালি সাহিত্য সমালোচক। (জন্ম ১৮৭০)
২০০৮- প্রতাপচন্দ্র চন্দ্র, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। (জন্ম ১৯১৯)
ছুটি ও দিবস
নববর্ষ (গ্রেগরিয়ান বর্ষপঞ্জী)
হিন্দু কল্পতরু উৎসব