ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা ৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

কবর খননের সঠিক নিয়ম কোনটি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মানুষের মৃত্যুর পর দাফনের জন্য সুন্দরভাবে কবর খনন করাও সুন্নাত। আর সুন্নাত পদ্ধতিতে কোনো মুসলমানকে দাফন করার জন্য কীভাবে কবর খনন করতে হয় কিংবা কবর কী পরিমাণ গভীর করতে হয়; তা অনেকেই জানে না। আসুন জেনে নিই, সঠিক পদ্ধতিতে কবর খননের নিয়ম-

কবর খননের আগে প্রথমেই দেখতে হবে মাটি শক্ত-মজবুত নাকি নরম। তারপর মাটির ধরণ অনুযায়ী কবর খনন করতে হয়। তাহলো এমন-

> শক্ত বা মজবুত মাটি
যেসব কবরস্থানের মাটি শক্ত ও মজবুত; সেসব স্থানে লাহদ (বোগলী) কবর খনন করা সুন্নত। সেটা হল-স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচে পশ্চিম (কেবলার) দিক দিয়ে একটি গর্ত করবে এবং পশ্চিম দিকের ঐ গর্তের মধ্যে লাশ রাখবে।

> নরম মাটি
আর যেসব কবরস্থানের মাটি নরম; সেখানে লাহদ বা বোগলী কবর করলে মাটি ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকে। তাই সেসব জায়গায় সিন্দুক কবর করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচের দিকে গিয়ে মাঝ বরাবর একটি গর্ত করবে এবং সেখানে লাশ রাখবে।

> কবরের গভীরতা
মাটির উপর নির্ভর করে কবর লাহদ বা বোগলী হোক কিংবা সিন্দুক কবর হোক; উভয় ক্ষেত্রে একজন মধ্যম দৈহিক গড়নের ব্যক্তির কমপক্ষে নাভি পর্যন্ত গভীর হতে হবে। তবে যে এলাকায় যেটার প্রচলন আছে সে অনুযায়ী গভীর করাই উচিত।

আর কবরের দের্ঘ্য হবে মৃতের দৈর্ঘে্যর সমান এবং প্রস্থ হবে মৃতব্যক্তির দৈর্ঘ্যরে অর্ধেক বা তারচেয়ে কিছু কম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

কবর খননের সঠিক নিয়ম কোনটি

আপডেট টাইম : ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মানুষের মৃত্যুর পর দাফনের জন্য সুন্দরভাবে কবর খনন করাও সুন্নাত। আর সুন্নাত পদ্ধতিতে কোনো মুসলমানকে দাফন করার জন্য কীভাবে কবর খনন করতে হয় কিংবা কবর কী পরিমাণ গভীর করতে হয়; তা অনেকেই জানে না। আসুন জেনে নিই, সঠিক পদ্ধতিতে কবর খননের নিয়ম-

কবর খননের আগে প্রথমেই দেখতে হবে মাটি শক্ত-মজবুত নাকি নরম। তারপর মাটির ধরণ অনুযায়ী কবর খনন করতে হয়। তাহলো এমন-

> শক্ত বা মজবুত মাটি
যেসব কবরস্থানের মাটি শক্ত ও মজবুত; সেসব স্থানে লাহদ (বোগলী) কবর খনন করা সুন্নত। সেটা হল-স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচে পশ্চিম (কেবলার) দিক দিয়ে একটি গর্ত করবে এবং পশ্চিম দিকের ঐ গর্তের মধ্যে লাশ রাখবে।

> নরম মাটি
আর যেসব কবরস্থানের মাটি নরম; সেখানে লাহদ বা বোগলী কবর করলে মাটি ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকে। তাই সেসব জায়গায় সিন্দুক কবর করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচের দিকে গিয়ে মাঝ বরাবর একটি গর্ত করবে এবং সেখানে লাশ রাখবে।

> কবরের গভীরতা
মাটির উপর নির্ভর করে কবর লাহদ বা বোগলী হোক কিংবা সিন্দুক কবর হোক; উভয় ক্ষেত্রে একজন মধ্যম দৈহিক গড়নের ব্যক্তির কমপক্ষে নাভি পর্যন্ত গভীর হতে হবে। তবে যে এলাকায় যেটার প্রচলন আছে সে অনুযায়ী গভীর করাই উচিত।

আর কবরের দের্ঘ্য হবে মৃতের দৈর্ঘে্যর সমান এবং প্রস্থ হবে মৃতব্যক্তির দৈর্ঘ্যরে অর্ধেক বা তারচেয়ে কিছু কম।