বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদি আরবে হজ পালন করতে যাওয়া ৩১ ব্যক্তি মারা গেছেন। রোববার রাতে এসব ব্যক্তি মারা যান বলে সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, এ সব ব্যক্তিরা বিদেশি। তবে কীভাবে তারা মারা গেছেন এবং তাদের জাতীয়তা কী, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এসপিএ জানিয়েছে, ১২ আগস্ট পর্যন্ত ৬ লাখ ২০ হাজার ব্যক্তি হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন। হজের আগে আরও ২০ লাখ লোক এসে পৌঁছবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।
২০১৫ সালে দুটি মর্মান্তিক ঘটনায় ২ হাজার ২৯৭ জন হাজি মারা যায়। এ ঘটনার পর মক্কা ও মদিনায় হাজিদের নিরাপত্তা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ।