বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদি আরবে ব্ল্যাক ওয়াটারকে ডেকে আনার পরিণতি
সৌদি আরবে আটক বহু প্রিন্স ও পদস্থ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করার লক্ষ্যে মার্কিন নিরাপত্তা কোম্পানি ব্ল্যাক ওয়াটারকে নিয়োগ দেয়া হয়েছে বলে ডেইলি মেইল খবর দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে এ নিয়োগ দেয়া হয়। সৌদি সরকার ৪ নভেম্বর একদল প্রিন্সের পাশাপাশি বহু বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাকে আটক করে। যুবরাজ সালমান এসব ব্যক্তিকে আটক করেই ক্ষ্যান্ত হননি, সেসঙ্গে তাদের ওপর নির্যাতন চালানোর জন্য বিদেশি বাহিনী ভাড়া করে এনেছেন।
ব্ল্যাক ওয়াটার হচ্ছে একটি বেসরকারি মার্কিন নিরাপত্তা কোম্পানি, যার সদস্য নেয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ইরাক ও আফগানিস্তানে আমেরিকার চালানো যুদ্ধে এ কোম্পানিকে ব্যবহার করা হয়। ওই দুইটি দেশে স্থানীয় বন্দিদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়ে কুখ্যাত হয়েছে ব্ল্যাক ওয়াটার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা রক্ষার কাজে এ কোম্পানিকে নিয়োগ দেয়া হয় এবং এ কুখ্যাত কোম্পানি উগ্র আরব শাসকদের বেশ প্রিয়। আরব দেশগুলোর সরকারবিরোধী শক্তিগুলোকে দমন করার কাজে ব্ল্যাক ওয়াটারের সদস্যদের নিয়োগ দেয়া হয়।
বিভিন্ন আরব দেশে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ব্ল্যাক ওয়াটারের সেনারা ‘একাডেমি’ নামে এসব দেশে প্রবেশ করে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে সরকারবিরোধীদের দমনের কাজে এ সেনারা সহযোগিতা করছে এবং ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনেও ব্ল্যাক ওয়াটারকে ব্যবহার করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান মুহাম্মাদ বিন জায়েদের সঙ্গে ব্ল্যাক ওয়াটার কোম্পানির প্রধান এরিক প্রিন্সের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এদিকে অন্যান্য আরব দেশের তুলনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে মুহাম্মাদ বিন জায়েদের ওঠাবসা বেশি। এই বিন জায়েদই বিন সালমানের সঙ্গে এরিক প্রিন্সকে পরিচয় করিয়ে দিয়েছেন।
মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে সৌদি প্রিন্সদের নির্যাতনের কাজে ব্ল্যাক ওয়াটারকে নিয়োগ দেয়ার ফলে এখন এসব প্রিন্স সেসব স্বীকারোক্তিই দেবেন, যা বিন সালমান চান। এখন পর্যন্ত কোটিপতি সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালাল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ দেশটির রাজার পদ গ্রহণের পথের কাঁটাগুলো অপসারণের জন্যই প্রিন্সদের পাশাপাশি পদস্থ কর্মকর্তাদের আটক করেছেন। তাদের ওপর নির্যাতন চালানোর জন্য একবার যখন সৌদি আরবে ব্ল্যাক ওয়াটার পা রেখেছে, তখন সামনের দিনগুলোতে সৌদি আরবে এ কোম্পানি আরও বেশি শেকড় গাড়বে বলেই বিশ্লেষকরা মন্তব্য করেছেন।