ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যারা কাজ করে, আর যারা বাহানা তালাশ করে

বাঙালী কণ্ঠ নিউজঃ জিম রোহন (jim rohn) একজন আমেরিকান ব্যবসায়ী ও লেখক। যিনি ১৯৩০ সালে জন্ম গ্রহণ করেন এবং ২০০৯ সালে মৃত্যু বরণ করেন। তার একটি প্রশিদ্ধ কথা রয়েছে-If  you really want to do something, you’ll find a way. If you don’t, you’ll find an excuse.

যার অর্থ, যদি আপনি আসলেই কিছু করতে চান, তাহলে আপনি অবশ্যই একটি পথ খুঁজে নিবেন। আর যদি আপনি কিছু করতে করতে না চান, আপনি কোন বাহানা খুঁজে নিবেন।

যখন মানুষ কোন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে কঠিন সময়েও নিজের দায়িত্ব পূরণ করার পথ খুঁজেই নেয়। এর একটি সাধারণ উদাহরণ-রোযা রাখা। তীব্র গরমের মৌসুমে লম্বা দ্বীনের রোযাও সত্যিকারের একনিষ্ঠ মুসলমানকে পুরো রমযান মাস রোযা রাখা থেকে বিরত রাখতে পারে না। আবার এ অবস্থাতেই বিভিন্ন পেশাজীবী লোকেরা সব সময় অফিস করে থাকেন।

তথাপি মানুষ যখন কোন কাজ করতে না চায়, তার মস্তিষ্ক তাকে পালায়নের হাজারো পথ শিখিয়ে দেয়। এই ধরণের লোকদের জন্য কোন সামাজিক বা জনকল্যাণমূলক কাজের স্বার্থে কিছু সময় বা অর্থ দেয়ার চেয়ে দশটি ওজর পেশ করা সহজ হয়। প্রয়োজনগ্রস্ত মানুষের বিপদে তাদের সাহায্য করার সময় নিজের ব্যক্তিগত ও ব্যবসায়িক নানা সমস্যার কথা স্মরণ হয়ে যায়। কোন দায়িত্ব গ্রহণের সময় নিজের আরও দশটি ব্যয়ের খাতের বাহানা তারা সামনে এনে দেয়।

প্রথম প্রকারের লোক যে কোন জাতি বা প্রতিষ্ঠানের জন্য সবচে’ বড় ও মূল্যবান সম্পদ হয়ে থাকে। দুনিয়াতেও তারা সম্মানিত হয়, আখেরাতেও এরাই সবচে’ অগ্রগামী হবে। আর দ্বিতীয় প্রকারের লোকেরা দুনিয়াতেও মানুষের কাছে এবং আখেরাতেও আল্লাহর সামনে লজ্জিত ও অপমানিত হবে।

আল্লাহ তাআলা বলেন,

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا (1) وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا (2) وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا (3) يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا (4) بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا (5) يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ (6) فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

অর্থ : ১. যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, ২. যখন সে তার বোঝা বের করে দেবে। ৩. এবং মানুষ বলবে, এর কি হল? ৪. সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, ৫. কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। ৬. সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। ৭. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। ৮. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। -সূরা যিলযাল: ১-৮

আমরা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল অধ্যায়ে সকল ভালো কাজে তৎপর থাকি। রাব্বুল আলামিন আমাদের লক্ষ্যকে কল্যাণের পথে নির্ধারণের তাওফিক দান করুন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

যারা কাজ করে, আর যারা বাহানা তালাশ করে

আপডেট টাইম : ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ জিম রোহন (jim rohn) একজন আমেরিকান ব্যবসায়ী ও লেখক। যিনি ১৯৩০ সালে জন্ম গ্রহণ করেন এবং ২০০৯ সালে মৃত্যু বরণ করেন। তার একটি প্রশিদ্ধ কথা রয়েছে-If  you really want to do something, you’ll find a way. If you don’t, you’ll find an excuse.

যার অর্থ, যদি আপনি আসলেই কিছু করতে চান, তাহলে আপনি অবশ্যই একটি পথ খুঁজে নিবেন। আর যদি আপনি কিছু করতে করতে না চান, আপনি কোন বাহানা খুঁজে নিবেন।

যখন মানুষ কোন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে কঠিন সময়েও নিজের দায়িত্ব পূরণ করার পথ খুঁজেই নেয়। এর একটি সাধারণ উদাহরণ-রোযা রাখা। তীব্র গরমের মৌসুমে লম্বা দ্বীনের রোযাও সত্যিকারের একনিষ্ঠ মুসলমানকে পুরো রমযান মাস রোযা রাখা থেকে বিরত রাখতে পারে না। আবার এ অবস্থাতেই বিভিন্ন পেশাজীবী লোকেরা সব সময় অফিস করে থাকেন।

তথাপি মানুষ যখন কোন কাজ করতে না চায়, তার মস্তিষ্ক তাকে পালায়নের হাজারো পথ শিখিয়ে দেয়। এই ধরণের লোকদের জন্য কোন সামাজিক বা জনকল্যাণমূলক কাজের স্বার্থে কিছু সময় বা অর্থ দেয়ার চেয়ে দশটি ওজর পেশ করা সহজ হয়। প্রয়োজনগ্রস্ত মানুষের বিপদে তাদের সাহায্য করার সময় নিজের ব্যক্তিগত ও ব্যবসায়িক নানা সমস্যার কথা স্মরণ হয়ে যায়। কোন দায়িত্ব গ্রহণের সময় নিজের আরও দশটি ব্যয়ের খাতের বাহানা তারা সামনে এনে দেয়।

প্রথম প্রকারের লোক যে কোন জাতি বা প্রতিষ্ঠানের জন্য সবচে’ বড় ও মূল্যবান সম্পদ হয়ে থাকে। দুনিয়াতেও তারা সম্মানিত হয়, আখেরাতেও এরাই সবচে’ অগ্রগামী হবে। আর দ্বিতীয় প্রকারের লোকেরা দুনিয়াতেও মানুষের কাছে এবং আখেরাতেও আল্লাহর সামনে লজ্জিত ও অপমানিত হবে।

আল্লাহ তাআলা বলেন,

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا (1) وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا (2) وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا (3) يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا (4) بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا (5) يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ (6) فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

অর্থ : ১. যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, ২. যখন সে তার বোঝা বের করে দেবে। ৩. এবং মানুষ বলবে, এর কি হল? ৪. সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, ৫. কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। ৬. সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। ৭. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। ৮. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। -সূরা যিলযাল: ১-৮

আমরা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল অধ্যায়ে সকল ভালো কাজে তৎপর থাকি। রাব্বুল আলামিন আমাদের লক্ষ্যকে কল্যাণের পথে নির্ধারণের তাওফিক দান করুন। আমিন।