বাঙালী কণ্ঠ নিউজঃ নামাজের অন্যতম আমল বৈঠক বা বসা। দুই রাকাত বিশিষ্ট নামাজে একবার এবং তিন ও চার রাকাত বিশিষ্ট নামাজে দুইবার বসতে হয়। মাসবুকের ক্ষেত্রে এ সংখ্যা কখনও আরও বেশি হয়। তাই নামাজ শুদ্ধভাবে আদায় করতে হলে বৈঠকের সঠিক পদ্ধতি ও নিয়ম-কানুন জানা ছাড়া উপায় নেই। নামাজে বৈঠকের সুন্নতগুলো জেনে নিন একনজরে:
-ডান পা খাড়া করে রাখা আর বাম পাকে বিছিয়ে তার ওপর বসা। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৬৬]
-উভয় হাত উরুর ওপর রাখা। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৬৬]
-তাশাহুদের মধ্যে ‘আশহাদু আল্লা’ পড়ার সময় শাহাদাত অঙ্গুলিকে ওঠানো এবং ‘ইল্লাল্লাহ’ পড়ার সময় নামিয়ে ফেলা। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৬৭]
-শেষ বৈঠকে দরুদ শরিফ পড়া। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৬৯]
-দরুদ শরিফের পর কোরআন-হাদিসে বর্ণিত দোয়া মাসুরা পড়া। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭১]
-ডান-বাম উভয় দিকে সালাম ফেরানো। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭৩]
-প্রথমে ডান দিকে সালাম ফেরানো। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭৩]
-(সালামের মধ্যে) ইমাম সাহেব মুকতাদি, ফেরেশতা ও ভালো জিনদের নিয়ত করা। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭৩৩৭৪]
-মুকতাদি ইমাম, ফেরেশতা, ভালো জিন ও ডান-বামের অন্য মুকতাদিদের নিয়ত করা। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭৫]
-একাকী নামাজ আদাকারী শুধু ফেরেশতাদের নিয়ত করা। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭৫]
-ইমামের সঙ্গে সঙ্গে মুকতাদির সালাম ফেরানো। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭৫]
-দ্বিতীয় সালামের আওয়াজকে প্রথম সালাম অপেক্ষা নিচু করা। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭৫]
-মাসবুক (যে রাকাত পায়নি) ইমাম সাহেব নামাজ থেকে সম্পূর্ণ ফারেগ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। [হাশিয়াতুত তাহাবি আলা মারাকিয়িল ফালাহ, ১/৩৭৫]