বাঙালী কণ্ঠ নিউজঃ হজ আরবি শব্দ। হজের আভিধানিক অর্থ হলো ইচ্ছা করা এবং সফর বা ভ্রমণ করা। ইসলামি পরিভাষায় হজ হলো নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কর্ম সম্পাদন করা। হজের নির্দিষ্ট সময় সারা পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরবে যান।
বাংলাদেশ থেকেও লক্ষাধিকের বেশি মুসলমান হজ পালন করতে গিয়েছিল সৌদি আরবে। এবার হজে গিয়ে এক বাংলাদেশি নারী নিখোঁজ হয়েছেন।
মোছা. সুরুতুন নেছা (৬০) নামের ওই নারীকে সাতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়া সুরুতুন নেছা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের মো. রজব আলীর স্ত্রী। তার ছেলে ইয়াকবির আফিন্দী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, স্বামী-স্ত্রী একসঙ্গে হজে গিয়েছিলেন। কিন্তু গত ১৩ আগস্ট থেকে সুরুতুন নেছা নিখোঁজ রয়েছেন।
সুরুতুন নেছার পরিবারের সদস্যরা জানান, গত ১১ আগস্ট রাতে রজব আলী স্ত্রীকে তাবুতে রেখে পাথর নিক্ষেপ করতে গিয়েছিলেন। কিন্তু ফিরে এসে স্ত্রী সুরুতুন নেছাকে আর খুঁজে পাননি।
এ বিষয়ে নিখোঁজ নারীর ছেলে ইয়াকবির আফিন্দী বলেন, এখন পর্যন্ত তার মায়ের কোনো হদিস পাওয়া যায়নি।