ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আর্জেন্টিনার কোপা আমেরিকার জার্সি ফাঁস

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার এবারের আসর। তবে এর এক বছর আগেই ফাঁস হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ‘হোম জার্সি’র ছবি। ফুটবল খেলার সরঞ্জাম ও কিটভিত্তিক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনসে’ এটি ফাঁস হয়েছে।

ফুটি হেডলাইনসের বরাতে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’।

বৃহস্পতিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নতুন এই জার্সির ছবিটি দিয়েছে মুন্দো আলবিসেলেস্তে। এতে দেখা যায়, আকাশি-নীল জার্সিধারীদের এই জার্সিতে পরিবর্তন এসেছে। মরুর বুকে ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোয় বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে বাড়তি একটি স্টার যোগ হয়েছে। জার্সিটি তৈরি করেছে ‘অ্যাডিডাস’।

কাতার বিশ্বকাপে শিরোপা উল্লাস শেষে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে মেসি-ডি মারিয়ারা। সব ম্যাচেই ‘তিন তারকা’ খচিত প্রতীক ব্যবহার করেছে তারা। সে সময় দুই স্টারের ওপরে এক তারকা ছিল। তবে ফুটি হেডলাইনসে ফাঁস হওয়া জার্সিতে, একই সারিতে ‘থ্রি স্টার’ রাখা হয়েছে। আর জার্সির পেছনে নাম ও নাম্বারও সোনালি রঙের।

বিশ্বকাপ ও কোপা আমেরিকা; দুটোর রাজত্বই এখন মেসিদের দখলে। তাই তাদের জার্সির চাহিদা বরাবরই তুঙ্গে থাকে।

এদিকে এবার দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকায় অংশ নেবে ১৬ দল। ২০২৪ সালে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল।

আগামী বছরের ২০ জুন টুর্নামেন্টের পর্দা উঠবে এ আসরের। আর ১৪ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনাল দিয়ে শেষ হবে এই মেগা আসর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা

আর্জেন্টিনার কোপা আমেরিকার জার্সি ফাঁস

আপডেট টাইম : ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার এবারের আসর। তবে এর এক বছর আগেই ফাঁস হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ‘হোম জার্সি’র ছবি। ফুটবল খেলার সরঞ্জাম ও কিটভিত্তিক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনসে’ এটি ফাঁস হয়েছে।

ফুটি হেডলাইনসের বরাতে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’।

বৃহস্পতিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নতুন এই জার্সির ছবিটি দিয়েছে মুন্দো আলবিসেলেস্তে। এতে দেখা যায়, আকাশি-নীল জার্সিধারীদের এই জার্সিতে পরিবর্তন এসেছে। মরুর বুকে ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোয় বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে বাড়তি একটি স্টার যোগ হয়েছে। জার্সিটি তৈরি করেছে ‘অ্যাডিডাস’।

কাতার বিশ্বকাপে শিরোপা উল্লাস শেষে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে মেসি-ডি মারিয়ারা। সব ম্যাচেই ‘তিন তারকা’ খচিত প্রতীক ব্যবহার করেছে তারা। সে সময় দুই স্টারের ওপরে এক তারকা ছিল। তবে ফুটি হেডলাইনসে ফাঁস হওয়া জার্সিতে, একই সারিতে ‘থ্রি স্টার’ রাখা হয়েছে। আর জার্সির পেছনে নাম ও নাম্বারও সোনালি রঙের।

বিশ্বকাপ ও কোপা আমেরিকা; দুটোর রাজত্বই এখন মেসিদের দখলে। তাই তাদের জার্সির চাহিদা বরাবরই তুঙ্গে থাকে।

এদিকে এবার দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকায় অংশ নেবে ১৬ দল। ২০২৪ সালে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল।

আগামী বছরের ২০ জুন টুর্নামেন্টের পর্দা উঠবে এ আসরের। আর ১৪ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনাল দিয়ে শেষ হবে এই মেগা আসর।