ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে পাকিস্তানে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল।

তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় চোটে পড়েছেন। যার ফলে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ওপেনার।

জয় অবশ্য বাংলাদেশ জাতীয় দলের আগেই পাকিস্তানে গিয়েছিলেন ‘এ’ দলের হয়ে খেলতে। সেখানে দলের অন্যতম পারফর্মারও ছিলেন জয়। পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ১২২ রানে অলআউট হওয়ার ম্যাচে ১১৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন জয়। স্বপ্ন দেখছিলেন জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করার।

তবে তার আগেই চোটে পড়েছেন তিনি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দেখা যায়নি তাকে। প্রথম ইনিংসেই চোট পান তিনি। চোট পাওয়ায় দেশে ফিরতে হচ্ছে তাকে। যার কারণে ইসলামাবাদ থেকেই দেশে ফিরবেন জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে পাকিস্তানে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল।

তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় চোটে পড়েছেন। যার ফলে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ওপেনার।

জয় অবশ্য বাংলাদেশ জাতীয় দলের আগেই পাকিস্তানে গিয়েছিলেন ‘এ’ দলের হয়ে খেলতে। সেখানে দলের অন্যতম পারফর্মারও ছিলেন জয়। পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ১২২ রানে অলআউট হওয়ার ম্যাচে ১১৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন জয়। স্বপ্ন দেখছিলেন জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করার।

তবে তার আগেই চোটে পড়েছেন তিনি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দেখা যায়নি তাকে। প্রথম ইনিংসেই চোট পান তিনি। চোট পাওয়ায় দেশে ফিরতে হচ্ছে তাকে। যার কারণে ইসলামাবাদ থেকেই দেশে ফিরবেন জয়।