ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটিংয়ে নামার সুযোগ পাবে তো বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই সিরিজ জয়ের স্বাদ পেতে পারত বাংলাদেশ। নিশ্চিত জয়ের পথে থাকা বাংলাদেশকে থামতে হয়েছে বৃষ্টির বাধায়। শেষ বিকেলে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৪২ রান জমা করেছে বাংলাদেশ। জয় থেকে আর মাত্র ১৪৩ রান দূরে বাংলাদেশ।

জয়ের ঘ্রাণ পেতে শুরু করলেও বাংলাদেশেকে ভাবতে হচ্ছে রাওয়ালপিন্ডির আবহাওয়া নিয়ে। বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্যাটিংয়ে নামার সুযোগ পাবে তো বাংলাদেশ?

নিজেদের মাটিতে পাকিস্তান বেশ চাপে থাকলেও আবহাওয়ার খবর কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে তাদের। কেননা, বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। শঙ্কা আছে শেষ দিনের খেলা নিয়েও। তবে আশার কথা, সকালে বৃষ্টি হয়নি। যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বৃষ্টির শঙ্কা থাকছেই।

আবহাওয়ার ওয়েবসাইট আকুওয়েদারের তথ্য বলছে আগামীকাল সকালে রাওয়ালপিন্ডির বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের সম্ভাবনা আছে। সম্ভাব্যতার বিচারে যা ৪০ শতাংশ। পাশাপাশি আগামীকাল বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে যা অনুভব হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

পঞ্চম দিনে খেলা শুরু হবে স্থানীয় সময় ১০টায়। আর সেই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস। কিছু সময় পর বজ্রঝড়ের সম্ভাবনাও আছে। এ ছাড়া দুপুরের পর কিছু সময়েও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আকুওয়েদার। তবে বিকেলের দিকে আকাশ ক্রমশ রৌদ্রোজ্জ্বল হতে পারে বলেও জানিয়েছে তারা।

যা কিছুটা হলেও আশা জাগাচ্ছে বাংলাদেশকে। কেননা, এই টেস্ট যেই গতিতে এগোচ্ছে তাতে তিন সেশনের মধ্যে পুরো একটা সেশন ব্যাট করতে পারলেই যে জয়টা আসতে পারে বাংলাদেশের পক্ষে।

 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ব্যাটিংয়ে নামার সুযোগ পাবে তো বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই সিরিজ জয়ের স্বাদ পেতে পারত বাংলাদেশ। নিশ্চিত জয়ের পথে থাকা বাংলাদেশকে থামতে হয়েছে বৃষ্টির বাধায়। শেষ বিকেলে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৪২ রান জমা করেছে বাংলাদেশ। জয় থেকে আর মাত্র ১৪৩ রান দূরে বাংলাদেশ।

জয়ের ঘ্রাণ পেতে শুরু করলেও বাংলাদেশেকে ভাবতে হচ্ছে রাওয়ালপিন্ডির আবহাওয়া নিয়ে। বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্যাটিংয়ে নামার সুযোগ পাবে তো বাংলাদেশ?

নিজেদের মাটিতে পাকিস্তান বেশ চাপে থাকলেও আবহাওয়ার খবর কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে তাদের। কেননা, বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। শঙ্কা আছে শেষ দিনের খেলা নিয়েও। তবে আশার কথা, সকালে বৃষ্টি হয়নি। যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বৃষ্টির শঙ্কা থাকছেই।

আবহাওয়ার ওয়েবসাইট আকুওয়েদারের তথ্য বলছে আগামীকাল সকালে রাওয়ালপিন্ডির বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের সম্ভাবনা আছে। সম্ভাব্যতার বিচারে যা ৪০ শতাংশ। পাশাপাশি আগামীকাল বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে যা অনুভব হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

পঞ্চম দিনে খেলা শুরু হবে স্থানীয় সময় ১০টায়। আর সেই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস। কিছু সময় পর বজ্রঝড়ের সম্ভাবনাও আছে। এ ছাড়া দুপুরের পর কিছু সময়েও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আকুওয়েদার। তবে বিকেলের দিকে আকাশ ক্রমশ রৌদ্রোজ্জ্বল হতে পারে বলেও জানিয়েছে তারা।

যা কিছুটা হলেও আশা জাগাচ্ছে বাংলাদেশকে। কেননা, এই টেস্ট যেই গতিতে এগোচ্ছে তাতে তিন সেশনের মধ্যে পুরো একটা সেশন ব্যাট করতে পারলেই যে জয়টা আসতে পারে বাংলাদেশের পক্ষে।