আইপিএলের সবশেষ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ভারতের জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন অভিষেক শর্মা। এবার আরও একটি আইপিএল মৌসুম শুরুর আগে নিজের ‘খুনে ব্যাটার’ পরিচয়টিকে সামনে আনলেন এই ওপেনার।
আজ বুধবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক। এদিন প্রথম পঞ্চাশ করতে অভিষেক খরচ করেন স্রেফ ১২ বল। শেষ পর্যন্ত ২৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেই মাঠ ছাড়েন ভারতের জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। তার ইনিংসে ১১টি ছক্কার সঙ্গে ছিল ৮টি চারের মার।
অভিষেক এই কীর্তি গড়েন মেঘালয়ের বিপক্ষে। আজ বুধবার প্রথমে ব্যাট করে পাঞ্জাবকে ১৪৩ রানের লক্ষ্য দেয় মেঘালয়। এরপর অধিনায়ক অভিষেকের দানবীয় ব্যাটিংয়ে মাত্র ৯ ওভার ৩ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে এটি যৌথভাবে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। কিছুদিন আগে এই মুশতাক আলী ট্রফিতেই ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গুজরাটের উর্ভিল প্যাটেল। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহানের। সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটার।
টি-টোয়েন্টিতে সময়টা ভালো যাচ্ছিল না অভিষেকের। আজকের আগে সবশেষ ৬ ইনিংসে এই বিস্ফোরক ওপেনারের রান ছিল মাত্র ১৪৯। ফিফটি ছিল মাত্র একটি। আজ ব্যাট হাতে বীরত্ব দেখানোর আগে বল হাতেও ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি।