ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান।

যুব এশিয়া কাপ শুরু হয়েছে ১৯৮৯ সাল থেকে। বাংলাদেশ প্রথমবার টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ২০১৯ সালে। সেবার শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে তারা ভারতের কাছে ৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল। এরপর ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। অন্যদিকে যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ আসরের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা।

সংযুক্ত আরব আমিরাতে চলমান যুব এশিয়া কাপে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। আফগানিস্তানকে হারিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল নেপালের বিপক্ষে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছিল বাংলাদেশ। গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের সামনে আরও একবার শিরোপায় চুম্বন এঁকে দেওয়ার হাতছানি। অন্যদিকে ‘এ’ গ্রুপে থাকা ভারতও গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শেষ চারে তারা শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে নাম লিখিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

আপডেট টাইম : ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান।

যুব এশিয়া কাপ শুরু হয়েছে ১৯৮৯ সাল থেকে। বাংলাদেশ প্রথমবার টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ২০১৯ সালে। সেবার শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে তারা ভারতের কাছে ৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল। এরপর ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। অন্যদিকে যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ আসরের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা।

সংযুক্ত আরব আমিরাতে চলমান যুব এশিয়া কাপে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। আফগানিস্তানকে হারিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল নেপালের বিপক্ষে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছিল বাংলাদেশ। গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের সামনে আরও একবার শিরোপায় চুম্বন এঁকে দেওয়ার হাতছানি। অন্যদিকে ‘এ’ গ্রুপে থাকা ভারতও গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শেষ চারে তারা শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে নাম লিখিয়েছে।