ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে আরও এক ধাক্কা খেল উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে চোট সমস্যায় কয়েকদিন আগেই স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার আরও এক দফায় স্কোয়াড পরিবর্তন করতে হচ্ছে ক্যারিবিয়ানদের। অসুস্থতার কারণে ছিটকে গেছেন দলের তারকা ব্যাটার শিমরন হেটমায়ার।

আজ রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সেন্ট কিটসের এই ম্যাচের আগের দিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে থাকছেন না হেটমায়ার। তার অসুস্থতার ধরন জানানো হয়নি।

হেটমায়ারের জায়গায় ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার আলিক আথানেজ। এখনো পর্যন্ত উইন্ডিজের হয়ে ১২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে এই তরুণের। যদিও শুরুটা দুর্দান্ত করলেও আস্তে আস্তে পারফরম্যান্স ক্ষীণ হতে থাকে তার।

এর আগে চোটের কারণে স্কোয়াডের বাইরে চলে যান দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। তাতে ক্যারিবীয়দের পেস আক্রমণের ধারও কমেছে অনেকটা। ফোর্ড ও শামারের পরিবর্তে দলে ডাকা হয়েছে মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডসকে। এর মধ্যে মিন্ডলি ২০২২ সালে একটি টেস্ট খেললেও জাতীয় দলে এই প্রথম ডাক পেয়েছেন ব্লেডস। যদিও মিন্ডলিও কখনো ওয়ানডে দলে ছিলেন না।

আজ রবিবার সেন্ট কিটসে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচের এই সিরিজের পরের দুইটি ম্যাচ মঙ্গলবার ও বৃহস্পতিবার।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আলিক আথানেজ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সিরিজে আরও এক ধাক্কা খেল উইন্ডিজ

আপডেট টাইম : ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের বিপক্ষে চোট সমস্যায় কয়েকদিন আগেই স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার আরও এক দফায় স্কোয়াড পরিবর্তন করতে হচ্ছে ক্যারিবিয়ানদের। অসুস্থতার কারণে ছিটকে গেছেন দলের তারকা ব্যাটার শিমরন হেটমায়ার।

আজ রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সেন্ট কিটসের এই ম্যাচের আগের দিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে থাকছেন না হেটমায়ার। তার অসুস্থতার ধরন জানানো হয়নি।

হেটমায়ারের জায়গায় ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার আলিক আথানেজ। এখনো পর্যন্ত উইন্ডিজের হয়ে ১২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে এই তরুণের। যদিও শুরুটা দুর্দান্ত করলেও আস্তে আস্তে পারফরম্যান্স ক্ষীণ হতে থাকে তার।

এর আগে চোটের কারণে স্কোয়াডের বাইরে চলে যান দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। তাতে ক্যারিবীয়দের পেস আক্রমণের ধারও কমেছে অনেকটা। ফোর্ড ও শামারের পরিবর্তে দলে ডাকা হয়েছে মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডসকে। এর মধ্যে মিন্ডলি ২০২২ সালে একটি টেস্ট খেললেও জাতীয় দলে এই প্রথম ডাক পেয়েছেন ব্লেডস। যদিও মিন্ডলিও কখনো ওয়ানডে দলে ছিলেন না।

আজ রবিবার সেন্ট কিটসে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচের এই সিরিজের পরের দুইটি ম্যাচ মঙ্গলবার ও বৃহস্পতিবার।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আলিক আথানেজ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।