বাঙালী কণ্ঠ নিউজঃ আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই লিগ অনুষ্ঠিত হবে। শুক্রবার অকল্যান্ডে আইসিসির গভর্নিং বডির মিটিংয়ে এটির অনুমোদন হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বিষয়টি নিশ্চিত করেছেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের পর। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম নয়টি দল এতে অংশ নিবে। জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না।
টেস্ট চ্যাম্পিয়নশিপে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছয়টি করে সিরিজ খেলবে প্রতিটি দল। প্রতিটি সিরিজে কমপক্ষে দুইটি টেস্ট বাধ্যতামূলক খেলতে হবে। তবে, এটি বাড়িয়ে পাঁচ ম্যাচ পর্যন্ত করতে পারবে দলগুলো।
ওডিআই লিগ প্রথম মেয়াদে ২০২০-২১ সালে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার জন্য ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ১৩টি দল এই লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০২৩ সালের বিশ্বকাপের পর লিগের সময় বাড়িয়ে তিন বছর করা হবে। প্রতিটি দল আটটি করে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলা যাবে।